বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৫/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে যতদিন বাঁচবে দেবোচিত সাত্বিকতম
ব্যবহার ও জ্ঞান লাভের প্রয়াস চালিয়ে যাও।]
বেদ যজ্ঞ করে আধ্যাত্মিক জগতের অনুভুতি লাভ
করতে থাকো সকলকে সাথে নিয়ে। এই জগতে একসাথে চলতে গিয়েও সতীর্থগণের ঈর্ষার শিকার
তোমরা কেউ কেউ হতে পারো। সেক্ষেত্রে চিন্তার কিছু নেই এবং ঈর্ষা পরায়ণ ভাইয়ের
প্রতি ভুলেও প্রতিকুল ব্যবহার দেখানোর প্রয়োজনও নেই। যতদিন না ঈর্ষাভাব তার অন্তর
থেকে মুছে যায়, যতদিন না এ অজ্ঞানতার অন্ধকার থেকে সে মুক্ত হয়, ততদিন ভালবেসে,
দেবোচিত সাত্বিকতম ব্যবহার দিয়ে জ্ঞান দিয়ে ক্রমে তাকে সত্যের পথে তুলে নিতে
চেষ্টা করো। এই প্রয়াস অব্যাহত রাখতে পারলেই প্রতিনিয়ত তোমাদের আধ্যাত্মিক উন্নতি
হবে এবং নিজেদেরকে পরম শান্তির জগতে দেখতে পাবে। সেইসাথে এই পথে যত তোমাদের চিত্ত
শুদ্ধি হবে ততই তোমাদের আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটবে। ওঁ শান্তিঃ শান্তিঃ
শান্তিঃ।
No comments:
Post a Comment