বেদ যজ্ঞ সম্মেলনঃ—০২/১২ /২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের আগুন থেকে অন্তরে জ্ঞানের বাতি না জ্বলে
উঠা পর্যন্ত তাড়াতাড়ি করে বেদ যজ্ঞ থেকে সরে যাবে না।]
ধৈর্য ও সহিষ্ণুতার সাথে বেদ যজ্ঞ করে যাও।
এই যজ্ঞের আগুন থেকেই অন্তরে জ্ঞানের বাতি বেদ ভগবান জ্বেলে দিবেন। সদায় বেদ
ভগবানকে বলতে থাকো—হে ভগবান আমার জ্ঞানের বৃদ্ধি সাধন করো। আমাকে অন্ধকার থেকে
আলোর রাজত্বে নিয়ে চলো। কোন প্রকার শৈথিল্য না করে সদায় তাঁর পবিত্রতা ও মহিমার
কথা ঘোষণা করে মানুষকে সৎ ও কল্যাণের পথে ডাক দাও। দেখতে পাবে যথাসময়ে
তোমাদের সমস্ত প্রকার দুর্ভোগ তিনি দূর
করে দেখা দিবেন এবং সবার অন্তরে একই জ্ঞানের বাতি জ্বেলে দিয়ে সবায়কে পুনঃ একই
জাতিতে- একই মঞ্চে নিয়ে আসবেন। জয় বেদ ভগবানের জয়।
No comments:
Post a Comment