Thursday, 22 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২২/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২২/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ [ বেদ যজ্ঞ করেই মানুষকে তত্ত্বজ্ঞানী হয়ে এক সত্যের উপর বিরাজ করে মুক্ত পুরুষ হতে হয়। ]
 ·
বেদ যজ্ঞ করেই তোমাদেকে জীবনের সত্য জানতে হবে। তোমাদের সবার হৃদয় মন্দিরে আত্মা অবস্থান করছেন। সেই আত্মাকে যত তত্বজ্ঞানের আলো দিয়ে পবিত্র করবে ততই তোমাদের মন্দিরেই চুড়ায় অবস্থান রত বেদ ভগবান সন্তুষ্ট হয়ে তোমাদের ব্রহ্মজ্ঞানের দুয়ার খুলে দিতে থাকবেন। যদি ব্রহ্মরথে চাপার সৌভাগ্য লাভ করো তাহলে তিনিই রথের সারথি হয়ে সব লোক পরিভ্রমণ করাবেন।

https://www.facebook.com/rsrc.php/v3/yB/r/-pz5JhcNQ9P.png
বেদ যজ্ঞ করে আমরা যদি নিজের মন্দিরকে পবিত্র রাখতে না পারি তবে কিভাবে আমরা আমাদের ভগাবানকে দেখতে পাবো? একমাত্র যিনি ভগবান তিনিই ভগবানকে দেখতে পান ও ভগবানকেই তিনি তাঁর ভগবানের রূপ দেখাতে পারেন। এক সদগুরু কেবল অপর এক সদগুরুকে চিনে দীক্ষা দিতে পারেন।  মানুষকে ভগবান ও সদগুরু হবার শক্তি দিয়েই ভগবান সৃষ্টি করেছেন। তিনি নিজে পূর্ণ হয়ে সকলকে পূর্ণ করেই সৃষ্টি করেন পূর্ণকে জেনে মুক্ত হবার জন্য। জয় বেদ যজ্ঞের জয়।


No comments:

Post a Comment