Thursday, 29 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২৯/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৯/ ১২/ ২০১৬ স্থানঃ— মথুরাপুর* মানিকচক* মালদা* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে মনিপুর চক্র ধামে ধ্যান করে শ্যামামায়ের শক্তির দ্বারা সংহারকারী মহাকালকে জাগ্রত করো।]
বেদ যজ্ঞে মন দাও এবং দেখে নাও কিভাবে দেবনাগরিক ৫১ টি অক্ষর এক ওঁকারকে ধরে রেখে জীবকে শব্দশক্তির দ্বারা প্রাণবন্ত করে রেখেছেন। সনাতন ধর্ম কেবল মানব ধর্মকে ধরে নেই, এ ধর্ম সকল জীব ধর্মকেই ধারণ করে রেখেছেন। আজকে দেহের অভ্যন্তরের তৃতীয় চক্র বা পদ্ম নিয়ে আলোচনা করছি। এই চক্রের নাম মনিপুর। এই চক্রের অবস্থান নাভিমুলে। দশ দল নীল বর্ণ পদ্ম রয়েছে এই চক্র মধ্যে। এর দশ দলে ডং, ঢং, ণং, তং, তং থং, দং, ধং, নং, পং,ফং দশ অক্ষরযুক্ত বর্ণ আছে। তার ঠিক মধ্যে রং কারাত্মক ত্রিকোণ বহ্নি বীজ আছে। স্বস্তিমণ্ডল তাকে বেষ্টন করে রয়েছে। এই বহ্নি দেবতা চতুর্বাহু, আরক্ত সূর্য সম এবং মেষ তাঁর বাহন। তাঁর কোলে ইষ্টদাতা এবং সংহারকারী মহাকাল অবস্থান করছেন। এই চক্রের শক্তি লাকিনী, ইনি শ্যামবর্ণা হয়ে শ্যামাকালী রূপে পূজিতা হচ্ছেন সাধকের কাছে। আমাদেরকে এই মনিপুরে যোগ শিক্ষার  জন্য অরণ্যবাস অথবা অনাহারী থাকতে হবে না। চিত্তবৃত্তির নিরোধের নাম যোগ। আমরা যত নিজ চিত্তকে সংযত করে স্থূলদেহ, সুক্ষদেহ ও কারণ দেহ থেকে নিজেকে মুক্ত করতে থাকবো ততই আমরা সত্যমুখী হয়ে উপরের দিকে উঠতে থাকবো এবং বেদময় দেহ লাভ করে মুক্তির আনন্দলোকে বিচরণ করতে সক্ষম হবো। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment