Wednesday, 21 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২১/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২১/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে কিভাবে আমরা মৃত্যুলোক থেকে মুক্ত হতে পারি?]
বেদ যজ্ঞ করি আর না করি আমরা কেউই এই মৃত্যুলোকে চিরস্থায়ীভাবে এক দেহধারণ করে বেঁচে থাকতে পারবো না। দেহ জীর্ণ হলে তাকে ত্যাগ করতেই হয় ঠিক জীর্ণ বস্ত্রের ন্যায়। জীর্ণ বস্ত্র ত্যাগ করে যেমন নূতন বস্ত্র পরিধান করাতে মানুষের আনন্দ হয়, তেমনি জীর্ণ বা পুরানো দেহত্যাগ করে নূতন শরীর গ্রহণ করাতেও দারুণ আনন্দ লাভ করে থাকে মানুষ। বর্তমান দেহত্যাগ করে কেমন দেহের আশ্রয় গ্রহণ করবে তা স্থির করতে হয় মানুষকে নিজের ভাবনা বা চিন্তাধারা নিয়ে। তাই পরকাল বা ভবিষ্যৎ নিয়ে এই মৃত্যুলোকে যে যেমন চিন্তা- ভাবনার আশ্রয় নিয়ে কাজ করে সে তেমন মাত্রার দেহ লাভ করে।
নদী সমূদয় নানা পথগামী হলেও পরিণামে যেমন এক সাগরে বিলীন হয়, সেইরূপ মানুষের প্রবৃত্তি ও উপসনার পথ ভিন্ন ভিন্ন হলেও পরিণামে এক ব্রহ্ম প্রাপ্তি সকলের কাম্য বা উদ্দেশ্য হয়ে থাকে। তাই এই মৃত্যুলোকে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা কেউ সত্য ও জ্ঞানের পোশাক পড়ার সুযোগ পায় না।
ব্রহ্ম অহংকার ও পরিণামশূন্য, নিত্যশুদ্ধ, শরীরহীন হলেও মনুষ্য সকলের মঙ্গলের জন্য তাঁর নানাবিধ রূপ প্রকাশ হয়ে থাকে। সেই সব দেবরূপ নানাভাবে মানুষকে সাধন পথে সাহায্য ও সহযোগিতা করে থাকেন, মানবাত্মার সাথে পরমাত্মার সেতু বন্ধন করে তাতেই বিলীন হবার জন্য। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment