Friday, 23 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২৩/ ১২/ ২০১৬

 বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৩/ ১২/ ২০১৬  স্থানঃ ---ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে নিজ আত্মাকে চিনো ও তাঁকে বশে নিয়ে এনে কাজ করতে শিখো।]
============================= ==================
বেদ যজ্ঞ করেই মানুষকে নিজের আত্মাকে বশে এনে  জীবন দর্শন গড়ে তুলতে হয়। যদি মানুষ নিজ  দেহকে বেদ যজ্ঞ করে সাধন দেহে কেউ পরিণত না করার চেষ্টা চালায় তবে তো সেই দেহ চিরকাল পশু দেহ হয়েই থেকে যাবে। পশুদেহে ও মানব দেহে একই ইন্দ্রিয় বিরাজ করছে। পশু দেহ নিজ ইন্দ্রিয়গুলির সাহায্য ও সহযোগিতা নিয়ে নিজ আত্মাকে জানতে সক্ষম হয় না। কিন্তু মানব দেহের আমি তা শুভ বুদ্ধি ও চেষ্টার দ্বারা জানতে সক্ষম । এই আত্মাকে জানলেই জীবের সব জানার শেষ হয় আর জানার কিছুই বাকী থাকে না। তাই তাকে আর এই মৃত্যুলোকে আসার দরকারও হয় না। মানুষ আত্মাকে জানার সাধনা বা চেষ্টা করলেই তাঁকে জানতে পারেন এবং নিজ আত্মার দ্বারা জগতের অসাধ্য সাধন করতে পারেন।
এই মানব দেহ বড় দুর্লভ। এই দেহ ঈশ্বরের মন্দির। এই মন্দিরকে বেদ যজ্ঞ  করে পবিত্র রাখায় হলো মানুষের ধর্ম । এই ধর্ম পালন করলেই মানুষের প্রতিটি অঙ্গ - প্রত্যঙ্গ পবিত্র হয়ে যায়। পবিত্র দেহ- মন- প্রাণ না হলে কেউ নিজ আত্মার অস্তিত্ব বুঝতে সক্ষম হয় না। আত্মা দেহে থাকলেও সে দেহের অতীত --- -আত্মা সব গুণের মধ্যে  থাকলেও সে সব গুণের অতীত - আত্মা সব কাল বা সময়ের সাথে যুক্ত থাকলে সে কালের অতীত। এই আত্মার সাধনা করে একমাত্র মানুষ নিজেকে পরমাত্মার সাথে যুক্ত করে অমর হতে সক্ষম। আত্মা হৃদয় মন্দিরে ও পরমাত্মা মস্তকে অর্থাৎ মন্দিরের চুড়ায় অবস্থান করছেন এই সত্য জেনে সাধনা শুরু করো তাহলেই দেখবে ভগবানের সাথে তোমার দূরত্ব কমে যাবে এবং তাঁকে আপন করে কাছে পেয়ে যাবে।  জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment