Saturday, 10 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১০/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১০/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে-- হে বিশ্বমানব তোমরা অমৃতের সন্তান হয়ে আদর্শবান দেশপ্রেমিক হও।]
“ শৃন্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ” এই বিশ্বের সকলেই অমৃতের সন্তান এবং সকলেই বিশ্বমানব শিক্ষার কর্মী। তাই ভুলো না তোমাদের মানব জীবনের  উদ্দেশ্য ও আদর্শের কথা। যে শুভ উদ্দ্যেশ্য ও আদর্শকে তোমরা নির্বাচন করে নিয়েছো, তাকে চোখের সামনে প্রতিনিয়তই জাগিয়ে রাখো এবং তোমাদের জীবন- গতিকে ঐ উদ্দেশ্যের পথেই চালিত করতে থাকোহৃদয়ের প্রেম- প্রীতি- ভালবাসা দিয়ে সাদরে বরণ করে নাও জীবনের সৎ আদর্শকে, তারপর উদ্দেশ্য অনুকুল কর্মযোগের বীর যোগী হয়ে দ্রুত গতিতে অগ্রসর হও লক্ষ্য- তীর্থের অমর পীঠের অভিমুখে। শেষ সীমানায় প্রেমের দেশে পৌঁছে অমর, মহান ও স্বাধীন না হওয়া পর্যন্ত গতি যেন মন্থর না হয়। মনে রেখো উদ্দেশ্যবিহীন ও লক্ষ্যবিহীন জীবন, দিগভ্রান্ত নাবিকের মতন ভ্রান্ত হয়ে দিগ্বিদিকে কেবল ধাবিত হয়, গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। ওঁ তৎ সৎ।  

No comments:

Post a Comment