বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৬/
১২/ ২০১৬ স্থানঃ—জামুড়িয়া * বর্ধমান* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদ যজ্ঞ করে যোগ্যতা
বৃদ্ধি করলেই বেদ ভগবান অধিকার দান করেন।]
এই পৃথিবীর বুকে
নিজেকে সবার যোগ্য করে তুলতে হয় বেদ ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তিনি
কোন সম্প্রদায়ের ভগবান নন। তিনি যোগ্যতার মাপকাঠি দেখে মানুষকে কর্ম করার অধিকার
দেন। মানুষ যেকোন ধর্ম বা সম্প্রদায়ের হৌক না কেনো, উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ হলেই
তাঁর প্রিয়পাত্র হয়ে উঠেন। তিনি যাকে হেয় করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না,
আবার তিনি যাকে ইচ্ছা সম্মানের আসনে বসিয়ে যোগ্যতা সম্পূর্ণ করতেও দেরী করেন না।
তিনি মানুষের অন্তরের সৎ প্রতিজ্ঞার প্রতি তীক্ষ্ণ নজর রাখেন। যারা নিজের সৎ
প্রতিজ্ঞা ভঙ্গ করেন না, তাঁদের জন্য তিনিও নিজের প্রতিজ্ঞা কখনও ভঙ্গ করেন না। উপযুক্ত
যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা জানেন তাঁর ঈশ্বরের একদিন মানে তাঁর জীবনের হাজার বছরের
সমান। এই সত্য জেনে তাঁরা কখনো তাড়াহুড়া করেন না জ্ঞানবৃদ্ধি করে যোগ্যতা সম্পন্ন
হৃদয় ও শ্রুতি শক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী হয়ে উঠার জন্য। তাই তাঁরা বাইরের
চক্ষুকে অন্ধ রেখে পার্থিব জগতের চাকচিক্যতায় আবদ্ধ হন না, বক্ষস্থিত হৃদয়ের চক্ষু
দিয়ে অতীত- বর্তমান ও ভবিষ্যৎ দেখে কেবল বেদ ভগবানের নির্দেশিত সত্য ও আলোর পথ ধরে
চলেন নিজের যোগ্যতা বৃদ্ধি করতে করতে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment