Friday, 16 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৬/ ১২/ ২০১৬

 বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৬/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞে নিজের জ্ঞান আহুতি দিতে –থাকো তাহলেই তোমার প্রাণ সীমাকে ভেঙ্গে ভূমা হয়ে মহান হয়ে যাবে।]
বেদ যজ্ঞ করো আর না করো প্রকৃতির নিয়মে রূপ- রসাদির বিষয় জ্ঞান হৃদয় থেকে উৎপত্তি হতে থাকবে এবং তা স্বাভাবিক নিয়মে ফুটে উঠবে। হৃদয়ে ফুটে উঠা বিষয় জ্ঞান যত বেদ যজ্ঞে আহুতি দেওয়া হবে ততই সেই জ্ঞান পরিশ্রুত বিজ্ঞানময় রূপ নিয়ে যজ্ঞ বেদী থেকে উঠে আসবে। জ্ঞানের স্বাভাবিক ধর্মই হচ্ছে নিজেকে অর্থাৎ জ্ঞানকে জানা। এই জ্ঞান যখন নিজেকে জেনে প্রাণের সাথে যুক্ত হয়ে যায় তখনি প্রাণ সীমার গণ্ডী পার হয়ে অসীমের অভিমুখে যাত্রা করে। হৃদয়ের জ্ঞানসত্তা প্রাণের সাথে যুক্ত হয়ে যতক্ষণ না বেদ যজ্ঞ করতে থাকে ততক্ষণ অন্তর থেকে জ্ঞান প্রাণবন্ত হয়ে বের হয় না। আর প্রাণহীন কথা বা জ্ঞানের কোন মূল্য থাকে না। আর প্রশান্ত অন্তর যখন অনন্ত আকাশের অন্তরে বসে নীরব হয়ে যায় তখনি দিব্য স্বরূপের আবির্ভাব ঘটতে থাকে অলৌকিকভাবে সারা অঙ্গে। এই জ্ঞানের জাগরণ হচ্ছে প্রাণের মহা জাগরণ । এই জাগরণের মধ্যেই রয়েছে প্রাণের আনন্দরসের পরিপূর্ণতা। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment