বেদ যজ্ঞ সম্মেলনঃ—০১/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে সৎকাজ, সৎচিন্তা, আত্মসংযম ও
মানুষের মধ্যে শান্তি স্থাপন বার্তা প্রেরণ করতে থাকো।]
বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা যে বার্তাগুলি
মানুষের কাছে পাঠাবে তা তাঁদের পছন্দ হবে না। কারণ মানুষ যে বার্তাগুলি পছন্দ করে
সেগুলি তাদের জন্য কল্যাণকর নয়, তবুও তারা স্বভাব বশতঃ সেগুলি ত্যাগ করে নিজের
কল্যাণময় পথে আসতে দ্বিধা করবে। তোমরা এই সত্য জেনেও মানুষকে বেদ যজ্ঞের মাধ্যমে
সৎকাজ, সৎচিন্তা, আত্মসংযমের মাধ্যমে মানুষে মানুষে শান্তি স্থাপনের বার্তায়
প্রেরণ করতে থাকবে। এই সত্য বার্তা প্রেরণ করতে গিয়ে তোমাদেরকে অনেক প্রশ্নের
সম্মুখীন হতে হবে, যেটুকু সত্য জানো তাই জানাবে। আর না জানলে কেবল বার্তাবাহক হয়ে
নিজের কর্তব্য কর্ম করে যাবে। কারো জন্য
ভাল- মন্দ বার্তা সৃষ্টি করা বার্তাবাহকের কাজ নয়। বার্তাবাহকের বার্তা
পেয়ে কেউ সুখী হতে পারে আবার কেউ অসুখী হতে পারে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment