বেদ যজ্ঞ সম্মেলনঃ—২০/ ১২/ ২০১৬ স্থানঃ-
ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে জেনে নাও বেদ ভগবান কে এবং তিনি কিভাবে
তোমাকে ঘিরে রেখেছেন।]
আজকে শ্রীশ্রীমা সারদার জন্মতিথি, মায়ের চরণে জীবন
উৎসর্গ করার দিন------ দেশমাতৃকা ও মা সারদার মধ্যে কোন ভেদ নেই।
তোমার আমার সবার বেদ ভগবান তিনিই—যার আরতি
করার জন্য চন্দ্র, সূর্য দীপ জ্বালছেন, পবন চামর ব্যজন করছেন, তরুলতা পুস্পরাশি
নিয়ে সুগন্ধ দান করছেন, বিহঙ্গ সকল কীর্তন করছেন, বজ্র শঙ্খনিনাদ করছেন। ভক্তি,
শ্রদ্ধা, শান্তি, করুণা, মুক্তি যার পাদসেবা করছেন। বৈরাগ্য, জ্ঞান, যোগ, ধর্ম যার
দ্বারে প্রহরী হয়ে রয়েছেন। যিনি জীবের কর্ম অনুসারে ফল বিধান করছেন। যাকে লোকে
ভুলে গেলেও তিনি তাকে ভুলেন না ও ত্যাগ করেন না। যিনি মায়া নিদ্রা ভঙ্গ করে জাগ্রত
করার জন্য সকলকে আহ্বান করছেন। যিনি নিজে নির্গুণ হয়ে ত্রিগুণে ত্রিজগৎ বেঁধে
রেখেছেন, অরূপ হয়ে আশ্চর্যরূপে ত্রিভুবনকে রূপে মোহিত করে রেখেছেন, চৈতন্য স্বরূপ
হয়ে জীবকে মোহিনী মায়ায় অচেতন করে রেখেছেন, তিনিই তো আমাদের বেদ ভগবান হয়ে বেদ
যজ্ঞ করে চলেছেন, আমাদের এই মানব দেহে ত্রিজগতের সকলকে ধারণ করে। জয় বেদ যজ্ঞের
জয়।
No comments:
Post a Comment