বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৪/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে বেদ ভগবানের আশ্রয়ে ও স্মরণে যারা কাল
অতিবাহিত করেন তাঁদের চিত্ত প্রশান্ত হয়।]
বেদ ভগবানের আশ্রয়ে আমি বয়েছি এই বিশ্বাসকে
যত দৃঢ় করতে পারবেন ততই আপনার চিত্ত প্রশান্ত হতে থাকবে। চিত্ত ধীর- স্থির-
প্রশান্তরূপ না পেলে কেউ ঈশ্বর বা বেদ ভগবানের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে ধরে রাখতে
সক্ষম হন না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যারা সৎ কর্ম করেন, তাঁদের জন্যই ঈশ্বরের কল্যাণ
ও শুভ পরিণাম অপেক্ষা করে। যারা এই সত্য জেনেও ঠাট্টা – বিদ্রূপময় জীবনকেই বহন
করেন তাঁরা আর অবকাশের সময় পান না। কখন তাঁদের উপর কোথা থেকে কিরূপে অকল্যাণ ও
শাস্তি নেমে আসবে তা কেউ টের পাবে না। ওঁ রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা
রাম।
No comments:
Post a Comment