Wednesday, 28 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২৮/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৮/ ১২/ ২০১৬ স্থানঃ- মথুরাপুর* মানিকচক* মালদা পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞ করে স্বাধিষ্ঠান চক্রের দেবতা নারায়ণকে সদায় স্মরণ করে তাঁকে জাগ্রত রাখো, তবেই দেখবে সদায় লক্ষ্মী তোমার গৃহে বিরাজ করবেন।]
বেদ যজ্ঞ না করলে আমরা চিরকাল ঘুমিয়ে অন্ধকারেই থেকে যাবো। আমাদের লিঙ্গমূলে যে শক্তিধর স্বাধিষ্ঠান চক্র বিরাজ করছেন লক্ষ্মী- নারায়ণের শক্তি নিয়ে তা জানতেও পারবো না। স্বাধিষ্ঠান চক্র লিঙ্গ মূলে ষড়দল অরুণবর্ণ পদ্মরূপে বিরাজ করছেন। ইহার ষড় দলে ষড় বর্ণ বং, ভং, মং, যং,রং, লং আকারে রয়েছে। এই বর্ণগুলির মধ্যে শ্বেত পদ্মাকারে বরুণ দেবতার চক্র আছে, এই চক্র মধ্যে শরৎ চন্দ্রদ্যুতি, মস্তকে অর্ধচন্দ্রধারী, মকরারোহী, বং বীজ রূপ বরুণ দেবতা আছেন। বরুণ দেবতার কোলে চতুর্বিংশতি লক্ষণযুক্ত পীতাম্বর নারায়ণ আছেন। এই চক্রের শক্তি লক্ষ্মীরূপা রুক্মিণী বা রাকিণী। এই তত্ত্ব জেনে সাধক দৃঢ় চেতনা নিয়ে স্বাধিষ্ঠান চক্রের সাধনা করলেই নর থেকে নারায়ণ হয়ে যান। জয় বেদ যজ্ঞের জয়।  

No comments:

Post a Comment