বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৪/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে নির্ভয়ে মিথ্যাকে বর্জন করো ও সত্যের
উপাসক হয়ে সত্যকেই প্রতিষ্ঠিত করো।]
নির্ভয়ে সত্যকে জেনে বেদ যজ্ঞ করে যাও। সদায়
মনে রাখো যে তুমি সত্য থেকেই সৃষ্টি হয়েছো—সত্যের উপরই অবস্থান করছো—আবার সত্যেই
লীন হয়ে যাবে। এই জগৎ সত্য থেকে সৃষ্টি হয়েছে--- সত্যের উপরই অবস্থান করছে এবং
অবশেসে সত্যেই লীন হয়ে যাবে। এই সত্য বস্তু তিন কালেই সমানভাবে অবস্থান করে। এই
সত্যের ধ্বংস নাই, উদয়- অস্ত বলে কিছুই নাই। এই সত্য সর্বব্যাপী নিত্য স্থির। এই
সত্যের কোন সময়েই পরিবর্তন বা বিকার হয় না। এই সত্যকেই সুন্দর রূপে মানুষকে প্রকাশ
করতে হয়। যতদিন মানুষ এই সত্যকে জেনে সুন্দর রূপে প্রকাশ না করতে পারে ততদিন নিরাশ
অবস্থা থেকে ও শোক- দুঃখের কষাঘাত থেকে নিজেকে পরিত্রাণ করতে পারে না। সেই সাথে যথার্থ
পরমানন্দ লাভে সমর্থ হয় না এবং জন্ম- মৃত্যুর কবল থেকেও কিছুতেই রক্ষা পায় না।
অতএব হে বিশ্বমানব শিক্ষার কর্মী – হে অমৃতের সন্তান, তোমরা এই সত্য বস্তু লাভের
জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও, সত্য লাভে অমর হবার জন্য বীর্যবান হবার জন্য সত্যের দিকে
দ্রুত গতিতে অগ্রসর হও । ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
No comments:
Post a Comment