Tuesday, 13 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৩/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৩/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করবে “ ভগবান সত্যই আছেন” এই কথাটিকে সবায় সব কাজে অন্তরে গেঁথে নিয়ে।]
বেদ যজ্ঞ করাকালীন “ বেদ ভগবান সত্যই আছেন” এবং তিনিই সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই যজ্ঞ করছেন, এই বিশ্বাস অন্তর দিয়েই মান্য করতে হবে। হৃদয় দিয়ে – প্রাণ দিয়ে উপলব্ধি করে বুঝতে হবে “ ভগবান আছেন” এই সত্যকে।চন্দ্র –সূর্যের অস্তিত্বকে যেমন দেখা যায় তেমনি ভগবানের অস্তিত্বকেও দেখা যায়। ভগবানের সত্তাকে ঠিক ঠিক মানা হলে হৃদয় ও প্রাণটা ভগবানময় হয়ে যায়। তখন নিজের স্বতন্ত্র অস্তিত্ববোধ বিলীন হয়ে যায়। এই অবস্থায় উপনীত হলে মানুষ দেখতে পায় ভগবৎ সত্তাতেই তার নিজের অস্তিত্ব ও সমগ্র বিশ্বের অস্তিত্ব প্রতিষ্ঠিত রয়েছে। তখন প্রতি কর্মে – ধর্মে –ভাবে ভগবানের সান্নিধ্যের মধুময় অনুভুতি ফুটে উঠে জীবনকে অমৃতময়- বীর্যবান – মধুময় করে কেবল প্রতিপদে পদে অভয় দান করতে থাকে। হরি ওঁ তৎ সৎ।  

No comments:

Post a Comment