বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৪২৯) তারিখঃ—০৯/ ১০/ ২০১৮ আজকের
আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞ করে ব্রহ্মা- বিষ্ণু – মহেশ্বর –মহাসরস্বতী- মহালক্ষ্মী
এবং মহাকালীকে হৃদয়পদ্মে ধারণ কর।]
বেদ যজ্ঞ করতে গিয়ে ভেদকে মনে আশ্রয় দিলে
যজ্ঞ পণ্ড হয়ে যাবে। দক্ষরাজা বেদ যজ্ঞ করতে গিয়ে ভেদ দর্শন করে মহেশ্বর শিবকে
ঈশ্বরের শক্তির থেকে আলাদা ভেবে তাঁকে যজ্ঞে আমন্ত্রণ করলেন না। ফলস্বরূপ তাঁর
যজ্ঞ পণ্ড হলো। গতিহীন ও গতিশীল সর্প যেমন একই; নিষ্ক্রিয় ও সক্রিয় ব্রহ্মও তদ্রূপ
এক। ব্রহ্মধর্ম উপাসক ভেদে পুরুষরূপে ও নারীরূপে প্রতিভাত হন। পুরুষরূপে তিনিই
ব্রহ্মা, বিষ্ণু ও শিব। ব্রহ্মের সৃষ্টিশক্তিই ব্রহ্মা, স্থিতিশক্তিই বিষ্ণু এবং
সংহার শক্তিই শিবরূপে উপাসিত হন। ব্রহ্মধর্ম নারীরূপে আদ্যাশক্তি ভবানী—তিনিই
মহাশক্তি ব্রহ্মধর্মরূপা। তাই মহাসরস্বতী চিদ্রূপা, মহালক্ষ্মী সদ্রূপা এবং
মহাকালী আনন্দরূপা। তাই সর্বদা বলো মাগো আমি তত্ত্বজ্ঞানলাভের জন্য তোমাকে হৃদয়
পদ্মে ধারণ করে ধ্যান করছি। মাগো আমি ও ব্রহ্ম এক। আমি যেন উভয়ের মধ্যে ভেদ না
দেখি। আমার অন্তর বেদ খুলে দাও মা। যিনি ব্রহ্ম তিনিই আমি। আমি যাহা, তিনিও তাহাই
এই সত্যে মাগো সদায় আমাকে ধারণ করে রাখো। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment