Thursday, 4 October 2018

কুরআন সুরা-- ৭ আ'রাফ -- ১ থেকে ৫ আয়াত।

বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৭ আ’রাফ --- ১ থেকে ৫ আয়াত।]
  ১) আলিফ, লাম, মীম, ছাদ।
    মর্মার্থঃ—আদি, মধ্য, অন্ত যার নেই, সেই অসীমের ইবাদত কর।
   ২) তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে, যাতে তুমি এর দ্বারা সতর্ক কর এবং বিশ্বাসীদের জন্য এটি উপদেশ। অতঃপর তোমার মনে যেন এর সম্পর্কে কোন দ্বিধা না থাকে।
     মর্মার্থঃ—তোমার অন্তরে যে আলো রয়েছে তা নিয়েই এগিয়ে যাও এবং সকলকে আলো দেখাও। এই আলো নিয়ে যেন মনে অবিশ্বাস না আসে।
    ৩) তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ কর এবং তাঁকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর।
        মর্মার্থঃ—যে যা পেয়েছো তাকেই সত্য জেনে তাকেই অনুসরণ করে এগিয়ে চলো, তিনি ছাড়া দ্বিতীয় কেউ অভিভাবক নেই, যদিও খুব কম লোকই উপদেশ মান্য করে চলে।
   ৪) কত জনপদকে আমি ধ্বংস করেছি! আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাত্রিতে অথবা দ্বিপ্রহরে যখন তারা বিশ্রামরত ছিল।
     মর্মার্থঃ—প্রতিনিয়ত এই পৃথিবীর বুকে ধ্বংসলীলা চলছে এবং কত লোক প্রাণ হারাচ্ছে তা দেখেও মানুষের শিক্ষা হচ্ছে না। ভাবছে তাদের উপর এই আক্রমণ ধেয়ে আসবে না। দেখা যাবে সেই শাস্তি নেমে আসবে রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়, এটাই প্রকৃতির নিয়ম।
    ৫) যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়রছিল তখন তাদের কথা শুধু এটাই ছিল যে, নিশ্চয় আমরা সীমালংঘন করেছি।
    মর্মার্থঃ—যখন মানুষের উপর এই শাস্তি নেমে আসে তখন সে নিজের ভুল বুঝতে পারে কিন্তু কিছু করার পথ থাকে না।
        জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।  

No comments:

Post a Comment