বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের
আলো। [ সুরা—৭ আ’রাফ—৩৬ থেকে ৪০ আয়াত।]
৩৬) আর যারা আমার নিদর্শনসমূহকে
প্রত্যাখ্যান করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই জাহান্নামবাসী, সেখানে
তারা চিরকাল থাকবে।
মর্মার্থঃ—মানুষ কেন প্রতিটি
জীব আল্লাহ্র প্রেরিত নিদর্শনসমূহের উপরই বাস করে এবং তাকেই অবলম্বন করে বেঁচে
থাকে। এই সত্যকে যারা স্বীকার করে না তারাই আল্লাহ্বিরোধী ও
সত্যপ্রত্যাখ্যানকারী।
৩৭) যে ব্যক্তি আল্লাহ্
সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তাঁর নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করে তার অপেক্ষা
বড় অত্যাচারী আর কে? নির্ধারিত অংশ এদের নিকট পৌঁছাবে, যতক্ষণ না আমার প্রেরিতরা
প্রাণ হরণের জন্য তাদের নিকট আসবে ও জিজ্ঞাসা করবে, আল্লাহ্ ছাড়া যাদেরকে তোমরা
ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা অন্তর্হিত হয়েছে এবং তারা স্বীকার করবে যে,
তারা অবিশ্বাসী ছিল।
মর্মার্থঃ—যারা আল্লাহ্
অর্থাৎ নিজের সৃষ্টি কর্তাকে ছাড়া অন্যকে অর্থাৎ নিজের বানানো কামনা বাসনাকে
চিন্তা করে বা ডাকে তারাই চিরকাল অবিশ্বাসী হয়ে নরকের পথে এগিয়ে যায়।
৩৮) আল্লাহ্ বলবেন, তোমাদের পূর্বে যে জিন ও
মানবদল গত হয়েছে তাদের সাথে তোমরা নরকে প্রবেশ কর, যখনই কোন দল তাতে প্রবেশ করবে
তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে, এমনকি যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের
পরবর্তীগণ পূর্ববর্তীদের সকলকে বলবে, হে আমাদের প্রতিপালক! এরাই আমাদের বিভ্রান্ত
করেছিল, সুতরাং তাদেরকে দ্বিগুণ জাহান্নামের শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের
জন্য দ্বিগুণ রয়েছে কিন্তু তোমরা জান না।
মর্মার্থঃ—মানুষ জানে না কি
জন্য তাদের এখানে জন্ম এবং এর পূর্বেও তারা অভিশপ্ত হয়ে এসেছিল কিনা? অভিশাপ থেকে
মুক্ত হতে এসে যদি আবার কেউ অভিশাপ নিয়েই ফিরে যায় তবে তো তার শাস্তি দিন দিন
চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকবে।
৩৯) তাদের
পূর্ববর্তীগণ তাদের পরবর্তীদের বলবে, আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই,
সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ কর।
মর্মার্থঃ—নিজ নিজ কৃতকর্মের
ফল সবায়কে ভোগ করতে হবে ইহকালে ও পরকালে।
৪০) অবশ্য যারা আমার
নিদর্শনাবলীকে মিথ্যা বলে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আকাশের দ্বার তাদের
জন্য উন্মুক্ত করা হবে না। এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না
ছুঁচের ছিদ্রপথ উষ্ট্র প্রবেশ করে। এরূপে আমি অপরাধীদের প্রতিফল দেব।
মর্মার্থঃ—যে যত বড়ই নেতা
মন্ত্রী হোক না কেন অপরাধ করে কেউ এখানে ছাড়া পাবে না।
জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র
কুরআনের আলোর জয়।
No comments:
Post a Comment