Monday, 8 October 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪২৮ তাং ৮/ ১০/ ২০১৮

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪২৮) তারিখঃ—০৮/ ১০/ ২০১৮                                 আজকের আলোচ্য বিষয়ঃ--[ মা দুর্গাকে আশ্রয় করে বেদ যজ্ঞ করে যাও দেখবে আকাশ থেকে অমৃত বর্ষণ হবে তোমাদের জন্যে।]
সংযত প্রণত চিত্তে দেবী মহাদেবী ভদ্রাশক্তি মহাপ্রকৃতির উদ্দেশ্যে সর্বদা বেদ যজ্ঞ করে যাও। তিনিই মহাকাশপীঠকে ধারণ করে জীবসমূহের আশ্রয়দাত্রীরূপে অধিষ্ঠান করছেন ও সকলকে পালন করছেন পরমস্নেহ দান করে। সকল প্রাণীই এই আকাশ হতে জন্মলাভ করে, আকাশেই লীন হয় এবং আকাশকেই আশ্রয় করে বেঁচে থাকে; ফলে আকাশকেই পরম বীজরূপে ও আদ্যাশক্তি মা দুর্গা রূপে জেনে তাঁর উদ্দ্যেশেই বেদ যজ্ঞ করে যাবে। দেবী দুর্গা হলেন সেই মহাকাশপীঠ যার কোলেই অবস্থান করছে স্পর্শপীঠ তেজঃপীঠ অমৃতপীঠ ও রত্নপীঠ। যারা এই মহাসত্য জেনে তাঁর কোলে বসে সহজ- সরল মনে ও চিত্তে তাঁকে সতত ধ্যান- মনন- চিন্তন করে বেদ যজ্ঞ করতে থাকেন—তাঁদের উদ্দ্যেশে তিনি আকাশপীঠ থেকে কেবল অমৃত বর্ষণ করতেই থাকেন। জয় মা দুর্গা।

No comments:

Post a Comment