বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৪৭) তারিখঃ—২৭/ ১০/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করেই ঈশ্বর কৃপা লাভ করে এই মৃত্যুময় জগৎ
থেকে নিস্তার পেতে হয়।]
যারা যথার্থভাবে জানেন যে বেদ ভগবান
শ্রীকৃষ্ণ সমস্ত প্রাণী ও পদার্থসমূহের অধিষ্ঠান ও আধার, তাঁরা সর্বাত্মকভাবে বেদ
যজ্ঞের মাধ্যমে সদায় শ্রীভগবানের ভজনা করেন এবং মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে তার
মস্তকে পদাঘাত করেন অর্থাৎ তার উপর জয়লাভ করে। যারা শ্রীভগবানের প্রতি ভক্তিহীন
তাঁরা যত বড় বিদ্বানই হন না কেন তাঁদের
তিনি কর্মসমূহের প্রতিপাদক শ্রুতিসকল দ্বারা পশুসম বন্ধন করে রাখেন। এর বিপরীতে
যারা শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের সম্বন্ধ স্থাপন করেছেন তাঁরা কেবল নিজেকেই পবিত্র
করেন না, বরং অপরকেও বন্ধন থেকে মুক্ত করে দেন, তাদের ভববন্ধন নাশ করেন। এমন
সৌভাগ্য বেদ যজ্ঞহীন, শ্রীকৃষ্ণের বিগ্রহের প্রতি ভক্তিহীন ব্যক্তিদের কীরূপে
সম্ভব হবে? শ্রীরাধাকে আমরা দেখতে পায়—তিনি কদম্ব বনে শ্রীকৃষ্ণের বাঁশীর সুর
শুনে, বৈষ্ণব কণ্ঠে শ্যাম নাম শুনে ও যমুনাতীরে জল আনতে গিয়ে শ্রীকৃষ্ণের রূপ দেখে
পাগল প্রায় হয়ে, দিন-রাতের জ্ঞান হারিয়ে ফেলেন। এই অবস্থায় তাঁর জন্ম- মৃত্যুর
জ্ঞানও লোপ পায়। বেদজ্ঞান জাগ্রত হলে ভেদজ্ঞান আর থাকে না তা আমরা শ্রীরাধাকে
দেখলেই জানতে পারি। সমস্ত মায়ার আবরণ মুছে গিয়ে তাই তিনি শ্রীকৃষ্ণের সাথে এক হয়ে
যান। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment