Tuesday, 16 October 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪৩৬ তারিখঃ-- ১৬/ ১০/ ২০১৮


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৩৬) তারিখঃ—১৬/ ১০/ ২০১৮
 আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে মা মহামায়া দুর্গার স্মরণ যত করবে ততই সংসার ব্যাধির মহৌষধ পেতে থাকবে।]
   মা মহামায়া সকলকে আপন করে পাওয়ার জন্য সংসার ব্যাধিতে আক্রান্ত করে রেখেছেন। তিনি মায়ায় আবদ্ধ করে রেখে, কাউকে নিজ আত্মায় অবস্থিত হয়ে অন্তর্মুখ স্বচ্ছ অবস্থায় নিজের গভীরে তিনি ডুব দিতে দিচ্ছেন না। অথচ তিনিই বলে চলেছেন—আমি বদ্ধ নই, মুক্তও নই, আমি হলাম নিরাময় দ্বৈতভাববিমুক্ত সচ্চিদানন্দলক্ষণ ব্রহ্মস্বরূপ--  এরকম ভাবনায় সযত্নে নিমগ্ন হতে পারলেই তোমরা মুক্ত জীব হতে পারবে। দেহাদি পদার্থসমূহ বুদ্ধিবলে দূরে সরিয়ে রেখে, মন-প্রাণ -শীতল- করা আত্মায় নিত্য নিমগ্ন হও। এটা রমণীয় এটা নয়, এই বোধটিকে অগ্নিতে দগ্ধ করতে পারলে, দুঃখ কোথা থেকে আসবে? শাস্ত্রজ্ঞানের আলোকে উজ্জ্বল হয়ে বেদযজ্ঞের মাধ্যমে প্রথমে ভিতরের প্রজ্ঞাকে বর্ধিত কর। আদি –মধ্য- অন্ত বর্জিত অমল নিত্য ঋত ও সত্য পরব্রহ্মই হলেন যাবতীয় সংসার ব্যাধির সর্বোৎকৃষ্ট মহৌষধ। জয় মা দুর্গা। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment