বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৪৪৫) তারিখঃ—২৫/ ১০/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে শ্রীহনুমানের
ন্যায় বেদভগবানের দূত হও, ভগবান
শ্রীরামচন্দ্রের কথা-- ‘ যে রাজার কাছে শ্রীহনুমানের মতো বুদ্ধিমান দূত থাকেন,
তাঁর সমস্ত কাজ দূতের কথাবার্তাতেই সিদ্ধ হয়ে যায়।]
শ্রীহনুমানের অপার গুণ। ভগবান এবং তাঁর
ভক্তদের গুণাদির বর্ণনা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। পম্পা- সরোবরের তীরে
প্রথম যখন শ্রীরাম ও শ্রীলক্ষ্মণের সঙ্গে শ্রীহনুমানের সাক্ষাৎ হয়, সেই প্রসঙ্গ
থেকে বোঝা যায় যে শ্রীহনুমান বিনয়, বিদ্যা, চাতুর্য, দীনতা, প্রেম, শ্রদ্ধা
ইত্যাদি গুণে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ছিলেন। শ্রীরাম ভাই লক্ষ্মণের কাছে হনুমানের
পাণ্ডিত্যের প্রশংসা করে বলেছেন—‘ লক্ষ্মণ! দেখো, এই ব্রহ্মচারীর বেশধারী কী
সুন্দর কথা বলছেন, ইনি অবশ্যই সম্পূর্ণ শব্দ- শাস্ত্র নানাভাবে পাঠ করেছেন। ইনি এত
কথা বললেন, কিন্তু তাঁর বাক্যে কোথাও কোনো অশুদ্ধতা আসেনি। অবশ্যই ইনি সব বেদ
অভ্যাস করেছেন, নাহলে এরূপ ভাষণ ইনি কীভাবে করতে পারেন?’ শ্রীরাম এইভাবে
নানাপ্রকারে শ্রীহনুমানের কথার প্রশংসা করে শেষে বলেন যে, যে রাজার কাছে এরকম
বুদ্ধিমান দূত থাকে, তাঁর সমস্ত কাজ দূতের কথাবার্তাতেই সিদ্ধ হয়ে যায়। জয়
শ্রীরাম। জয় শ্রীবজরংবলীর জয়।
No comments:
Post a Comment