বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪২৫) তারিখঃ—০৫/ ১০/
২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ সকলেই বেদযজ্ঞের মাধ্যমে পরমেশ্বের
ধ্যান করে চলেছেন, তুমিও বেদযজ্ঞের মাধ্যমে তাঁর ধ্যান করে, সেই সর্বাধিক
শ্রেষ্ঠকে জানবার জন্য চেষ্টা চালাও।]
পৃথিবী যেন
ধ্যান করছেন, অন্তরিক্ষ যেন ধ্যান করছেন, দ্যুলোক যেন ধ্যান করছেন, জলাধারসমূহ যেন
ধ্যান করছেন, পর্বতগুলি যেন ধ্যান করছেন, দেবমানুষেরা যেন ধ্যান করছেন। নিজ নিজ
বেদযজ্ঞের মাধ্যমে ধ্যানরত অবস্থায় সকলেই ভূমাই অবস্থান করছেন। তাঁরা সকলেই অনুভব
করছেন ও দিব্যচক্ষু দিয়ে দেখছেন, যা ভূমা অর্থাৎ সর্বাধিক শ্রেষ্ঠ কেবল তাতেই সুখ।
অল্পে অর্থাৎ সমীমে কোন সুখ নাই; সর্বাধিক শ্রেষ্ঠতেই সুখ। সেই সর্বাধিক শ্রেষ্ঠকে
জানবার জন্যই বেদযজ্ঞের মাধ্যমে ধ্যান করতে হয়। আর এই ধ্যানের মাধ্যমেই নিজ
আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে ভূমাতে লীন হয়ে থাকা যায়। জয় বেদভগবান
শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment