Thursday, 8 February 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৯৪ তাং ০৮/ ০২/ ২০১৮

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৯৪) তারিখঃ—০৮/ ০২/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে নিজের শক্তি ও জ্ঞানে ভরপুর হয়ে থাকো, মনে রেখো পরগাছা হয়ে থাকার মধ্যে কোন সুখ ও স্বাধীনতার আনন্দ নেই।]
  তোমাদের নিজস্ব জ্ঞান- বুদ্ধি বিবেক থাকতে কেনো তোমরা কারো অধীনে থেকে মানসিক দাসত্বের শিকার হচ্ছো? পরগাছা হয়ে থাকার মধ্যে কোন সুখ নেই, কোন স্বাধীনতা নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশু পরগাছা হয়ে পড়ছে, আত্মাজ্ঞানের অভাবে। সেই শিশুই যুবক হচ্ছে – বৃদ্ধ হচ্ছে মিথ্যাজ্ঞানের উপর দাঁড়িয়ে থেকে। ভদ্রলোকের সব সন্তান কাউকে কোন কথা না বলে কোন প্রতিবাদ না করে গিলে খাচ্ছে শিক্ষার জগতের সব অপুষ্টিকর খাদ্য। বিদ্যালয়- কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও শেষ, তাদের পুঁথি পাঠ করাও জীবনের মতো শেষ। কেউ নিজের জীবনকে নিয়ে সত্য স্বপ্ন দেখার কৌশল না শিখে শিক্ষিত তকমা গায়ে লাগিয়ে ভদ্র মানুষ হয়ে মানব সমাজের বুকে বাঁচার লড়াই করে অর্থের মানদণ্ডের উপর দাঁড়িয়ে। আর সকলেই শিক্ষা শেষে দেখা যায় রাজনৈতিক অসৎ নেতার, ধর্মীয় নেতার, সম্পদশালী সমাজ কর্তাদের মানসিক দাস হয়ে তাঁদের মিথ্যা কথাকে সত্য বলে প্রচার করার জন্য তাদের অধীনস্থ মানসিক দাসত্বের কারবার শুরু করে মানব সমাজকে দূষিত করে তোলে। এই মানসিক রোগীদের হাতেই গড়ে উঠছে আমাদের মানব সভ্যতা, তারাই হয়ে উঠেছে মানুষের পথপ্রদর্শক। মিথ্যাজ্ঞানের উপর নির্ভর করে কোনদিন দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাই মানুষকে মানুষ হয়ে সত্যজ্ঞানের স্বপ্ন দেখিয়েই দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তুলতে হয়, কোন লোভ দেখিয়ে বা মিথ্যা কথা বলে দেশের সুনাগরিক কখনো গড়ে তোলা সম্ভব নয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment