Sunday, 4 February 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৯০ তাং ০৪/ ০২/ ২০১৮

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৯০) তারিখঃ—০৪/ ০২/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ রাম নাম নিয়ে বেদযজ্ঞ করে যাও হৃদয়াকাশের গায়ে আপনা থেকেই সাতরঙের রামধনু উদিত হবে।]
বেদযজ্ঞ করলেই অন্তরের বেদসূর্যদেব অবনীর জলময় ধন আকর্ষণ করতে থাকেন স্বাভাবিকভাবে। উপযুক্ত সময় বুঝে সেই রস মোচন করতে আরম্ভ করেন, বিকর্ষণ লীলা তখন শুরু হয়ে যায় সাধকের জীবনকে ঘিরে। হৃদয়াকাশের গায়ে তখন ফুটে উঠতে থাকে সাতরঙের রামধনু। রামধনুর নিজস্ব কোন গুণ নাই, অথচ সে উদয় হয় হৃদয়াকাশের উপরে গুপ্ত মাধুর্যের দুয়ার খুলে দিয়ে।  এই রামধনুর উদয় হওয়ার সাথে সাথে পরমপুরুষ শ্রীকৃষ্ণের লীলা শুরু হয় সাধকের জীবনকে ঘিরে, আর এই রামলীলা দেখার জন্য তখন কত তত্ত্বজ্ঞ রসিক ভক্তের আগমন হতে থাকে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment