Wednesday, 7 February 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৯৩) তাং ০৭/ ০২/ ২০১৮

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৯৩) তারিখঃ—০৭/ ০২/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ মানুষ যেকোন বয়সে বেদযজ্ঞ শুরু করে ব্রহ্মচর্য আশ্রমে থেকে ব্রহ্মজ্ঞান লাভ করে জীবনকে ধন্য করতে পারেন।]
মানুষের জীবনের জ্ঞানভাগ বা ব্রহ্মচর্য আশ্রম যে কোন বয়সে আসতে পারে। মানুষ যখন নিজের মনের উপর বেশী গুরুত্ব দিতে শিখে তখনি তার জ্ঞান লাভের ইচ্ছা জাগে। মন নিয়ন্ত্রণ করে পঞ্চজ্ঞানেন্দ্রিয়কে। এই পঞ্চ- জ্ঞানেন্দ্রিয়কে সর্বদা সজাগ রেখে মনের গতি বিধি লক্ষ্য রেখে তাকে নিয়ন্ত্রণে আনার শিক্ষায় হচ্ছে মানুষের আসল শিক্ষা। যখন খুশী মনকে যতদূর ইচ্ছা নিয়ে যাবে আবার প্রয়োজনে তাকে কচ্ছপের মুখের মতো নিজের খোলে ঢুকিয়ে নীতে পারবে – এই শিক্ষা যার হয়েছে তার  নিজের প্রান- আত্মাকে জানতে খুব বেশী সময় লাগেনা।
   বেদের মূল কথা নিজ দেহের অন্তর্গত প্রাণ ও আত্মাকে জানলেই সবকে জানা হয়ে যায়। কারণ সব দেহের প্রাণ ও আত্মা একই সত্তায়- একই পদ্ধতিতে- একই আকারে অবস্থান করছে। তার ধর্ম- ভাষা – রীতি- নীতি কোন কিছুই আলাদা নয়। এই শিক্ষা লাভ করে প্রাণ ও আত্মাকে জানতে হয় জ্ঞানপর্বে ব্রহ্মচর্য আশ্রমে। প্রাণ ও আত্মাকে জানা হলে-ই জ্ঞান বা ব্রহ্ম ভাগের সমাপ্তি ঘটে পরাশান্তির জগতে গিয়ে।
  বৈদিক যুগে এই ভাগকে ব্রহ্মচর্য আশ্রম বলা হতো। এই পর্বে মানুষকে জ্ঞান লাভ করতে হতো। অনেকে ব্রহ্মচর্য আশ্রম বলতে ভাবেন—ব্রহ্মচারী হয়ে নারী সংসর্গ ও চিন্তা বাদ দিয়ে বাড়ী ঘর ত্যাগ করে আশ্রমে গিয়ে কঠিন জীবন যাপন করতে হবে। ইচ্ছামতো কোন খাদ্য গ্রহণ করতে পারবে না। এক ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে। সর্বদায় বড় বড় সংস্কৃত শব্দ উচ্চারণ করে শাস্ত্র পাঠ করতে হবে। এই ধারণা মানব ধর্মের বিরোধী। ব্রহ্মচর্য কথাটার অর্থ জ্ঞান অর্জন। আশ্রম বলতে জীবনের নির্ধারিত সময়কে বুঝায়। মানুষ জীবনের যে অধ্যায়ে জ্ঞান অর্জনে লিপ্ত থাকবে সেই অধ্যায়টায় তার কাছে ব্রহ্মচর্য আশ্রম। রত্নাকর দস্যু, মহাকবি কালিদাস প্রমুখ অনেক মহান জীবনের শেষভাগে জ্ঞান- অর্জনের জন্য তপস্যা শুরু করেন তাঁদের কাছে সেটাই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম।
  মানব জীবনে ব্রহ্ম বা জ্ঞান ভাগ প্রথম পর্যায় হলেও এই ভাগকে বয়সের মাপকাঠিতে মাপা হয় না। যে কোন বয়সে মানুষের জ্ঞান লাভের ইচ্ছা জাগতে পারে এবং সেই বয়স থেকেই সে তার ব্রহ্ম বা জ্ঞান খণ্ডের কাজ বেদযজ্ঞের মাধ্যমে শুরু করতে পারে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।  

No comments:

Post a Comment