Wednesday, 28 February 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২১৪) তারিখঃ-- ২৮/ ০২/ ২০১৮

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২১৪) তারিখঃ—২৮/ ০২/ ২০১৮  
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে মনকে শ্রদ্ধাশীল করে তোলো তাহলেই বেদ সাগর থেকে সত্য উঠে এসে জীবনের সব সমস্যার সমাধান করে দিবে।]
বেদ যজ্ঞ করেই তোমাদের পিতা- মাতা তোমাদেরকে এই পৃথিবীতে এনেছেন ও চক্ষু দান করেছেন। তাই তোমরা পিতা- মাতাকে সমাদর করে তাদের আজ্ঞাবহ হয়ে জীবন অতিবাহিত করতে শিখো। তোমরা প্রতিজ্ঞা করে পিতা- মাতা- গুরুজন- আত্মীয়স্বজন ও দেশভুমিকে শ্রদ্ধার আসনে বসিয়ে নিজের কর্তব্য করে যাও শ্রদ্ধাশীল মন নিয়ে। তাহলেই দেখবে মন কখনো অপরাধ প্রবণ হতে পারবে না। এটাই হচ্ছে ঈশ্বরের ঘর। এই ঘরের শাসনেই মানুষের চেতনা শক্তি বৃদ্ধি পায় এবং পবিত্র করে রাখে। মনুষ্যদের তুষ্টি করার জন্য কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, জীবনের লাভ দেখতে গিয়ে তাহলে তোমরা লোভে আসক্ত হয়ে পড়বে। যা সত্য তাই ঈশ্বরের ইচ্ছা, সেই সত্যকে ত্যাগ করে নিজের প্রবৃত্তির দাস হলেই তোমরা সৎকাজ করার কৌশল হারিয়ে ফেলবে এবং সংসার- সমাজ- দেশে অশান্তির বাতাবরণ সৃষ্টি করবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment