Thursday, 1 February 2018

সিদ্ধাসন পাবার সহজ উপায়


সিদ্ধাসন পাবার সহজ উপায়--- আপনাদের শ্রদ্ধেয় যে কোন সন্ন্যাসী বা ব্রাহ্মণকে দুটি বা ততোধিক পবিত্র আসন দান করবেন। তিনি সেই আসনগুলিতে বসে ঈশ্বরের পূজা করবেন। পূজা শেষ হলে তাঁকে কিছু দক্ষিণা দিয়ে সিদ্ধাসনরূপে তা শ্রদ্ধাভরে গ্রহণ করবেন এবং সেই সিদ্ধাসনে বসে প্রতিদিন আনন্দচিত্তে নিজ নিজ ইষ্ট দেবতার পূজা করবেন। এই আসনে যিনি পূজা করবেন তিনি তা শুদ্ধাকারে রাখার জন্য অন্য কাউকে তা ব্যবহার করতে দিবেন না। সিদ্ধাসনে বসে পূজা -জপ- তপস্যা করলেই মানুষ ব্রহ্মাগ্নির সংস্পর্শে চলে যান এবং অতি সহজেই সিদ্ধি লাভ করেন। ওঁ নমো সিদ্ধাসনায়ঃ নমঃ।

No comments:

Post a Comment