Sunday, 28 January 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৮৩ তাং ২৮/ ০১/ ২০১৮

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৮৩) তারিখঃ—২৮/ ০২/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ শিক্ষার প্রধান লক্ষ্য চরিত্র গঠন, এই কথা মনে রেখে বেদযজ্ঞের মাধ্যমে শিশুদের চরিত্র গঠনের কাজেই নিজেকে উৎসর্গ করো, তাহলেই তোমরা মানব সমাজে গুরুর আসন অলঙ্কৃত করতে পারবে।]
শিশুর চরিত্রের বিকাশের দিকে সর্বদায় শিক্ষক, পিতা-মাতা- সমাজ- রাষ্ট্র সকলেই লক্ষ্য রাখবে। একটা শিশু এই পৃথিবীর সম্পদ। এই দৃষ্টি নিয়ে সকলকেই এগিয়ে আসতে হবে। শিশুর চরিত্র গঠন করতে গিয়ে নিজের চরিত্রের প্রকাশ – বিকাশ অবশ্যই ঘটবে। কখনও নিজের মনে যেমন হিংসা- দ্বেষ – ভয়- ক্রোধ- লজ্জা, বিদ্বেষ – ঘৃণা থাকবে না, সেরূপ যাতে কোন শিশুর মধ্যে এই বদ চরিত্রের ভাব গড়ে উঠতে না পারে সেইদিকে সর্বদা সকলকে নজর দিতে হবে। বিশ্বের সকল শিশুকে শ্রদ্ধাশীল করে গড়ে তোলার দায়িত্ব সকলকে নিতে হবে। এই দায়িত্ব পালন করলেই সমাজের সকল মানুষ স্বাভাবিকভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠবেন।
আপন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে একজন শিশুরও যাতে কোন অসুবিধা না হয়, সেদিকে সর্বদায় সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজের মনকে এমন এক দৃঢ় পটভূমিতে নিয়ে যেতে হবে যে কখনও যেন মন কলুষতায় লিপ্ত হয়ে সমাজের দেশের বা বিশ্বের কোন অকল্যাণ ডেকে না আনে। অর্থ উপার্জন করতে গিয়ে নিজের স্বচ্ছ মূর্তি যেন কালিমায় পূর্ণ না হয়ে উঠে, সেদিকে সর্বদা দৃষ্টি দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজের অমঙ্গল নিজে কখনও ডেকে আনতে যাবে না। সর্বদায় মনে রাখবে – এই পৃথিবী আমাদের কর্মভূমি—এই পৃথিবী আমাদের সকলের মা—পৃথিবীর সমস্ত সম্পদ তাঁর – মায়ের সম্পদকে একা নিজের ভেবে সঞ্চয় করে রেখে, অপর ভাই- এর অকল্যাণ করার মনোভাব সকলকে ত্যাগ করতে হবে। কেউ এখানে স্থায়ীভাবে রাজত্ব করতে আসেনি। কয়েক দিনের জন্য বেড়াতে এসে বৃথা সঞ্চয়ের নেশা, ভোগের নেশায় মত্ত হয়ে মহামূল্যবান জীবনে কেউ বিনষ্ট করতে যেও না ও অপরের জীবনকেও বিনষ্ট হতে দিও না। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।  

No comments:

Post a Comment