Thursday, 25 January 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৮০ তাং ২৫/ ০১/ ২০১৮


বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৮০) তারিখঃ—২৫/ ০১/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে বিবেককে জাগ্রত করতে থাকো তাহলেই আত্মদর্শন হয়ে যাবে।]
বিবেকের দ্বারাই নিজ নিজ ধর্মের নির্ধারণ করতে হয়। যার যত বিবেক জাগ্রত তার তত ধর্মজ্ঞান প্রবল। মানুষের আত্মা পরমাত্মার অংশ। এই আত্মা সমস্ত পদার্থে ও সকল কার্যে বিদ্যমান থেকে মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে ধাপে ধাপে। তাই মানুষ নিজ আত্মাকে যত শুদ্ধ করবে ততই তার শক্তি বিবেকের দ্বারা বিচার করে সুক্ষ্ম তত্ত্বজ্ঞানে পরিণত হবে। সকল পদার্থকে ঘিরে, জড়িয়ে ব্রহ্ম বসে আছেন। সব নাম, সব কাজ, সব রূপ একই ব্রহ্মের আত্মা। নিজ আত্মার এই অনুভূতিই হচ্ছে ব্রহ্মজ্ঞানের অনুভূতি। আকাশতত্ত্ব থেকেও সুক্ষ্ম এই আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্বের বিশালত্বকে কেবল আত্মার দ্বারাই জানা সম্ভব। আর এই আত্মার কাজ- কর্ম কেবল বিবেকের চোখ দিয়ে ও জ্ঞান দিয়েই মানুষকে দেখতে হয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment