Monday, 22 January 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৭৭ তাং ২২/ ০১/ ২০১৮



বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৭৭) তারিখঃ—২২/ ০১/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে মানুষের অন্তঃকরণ থেকে হাজার হাজার বছর ধরে যে মিথ্যাজ্ঞানের অবাঞ্ছিত তত্ত্বগুলি বাসা বেঁধেছে তা সম্পূর্ণরূপে ঝেটিয়ে পরিষ্কার করতে হবে, তবেই মানুষ সত্য, শান্তি, ঐক্য ও সাম্যের সমাজ গড়তে সক্ষম হবে।]
আজ আমরা সকলে সরস্বতী দেবীর অর্থাৎ বেদমাতা জ্ঞানদায়িনী দেবীর পূজা করছি, সত্যজ্ঞান বা বেদজ্ঞান লাভ করে মিথ্যাজ্ঞান থেকে মুক্তি লাভ করার জন্য। স্বর্গ ও নরকের দেওয়াল একে অপরের সাথে যুক্ত। ঘর একটিই কিন্তু তার একটি দরজা দিয়ে প্রবেশ করলে নোংরা আবর্জনায় ভরা নরকের কুঠুরীতে যাওয়া যায় আবার কিন্তু অন্য দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা গেলে স্বচ্ছ, সুগন্ধে পরিপূর্ণ সুসজ্জিত পরিবেশ দেখতে পাওয়া যাবে। এখন মা সরস্বতীর নিকট থেকে জ্ঞানলাভ করে কে কোন দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে, তা কিন্তু মানুষের নিজের বিবেক ও বুদ্ধির উপর নির্ভর করে। এই পৃথিবীর বুকে অনেক নরকীট, নরপশু এবং নর পিশাচরাও জ্ঞানের ভাণ্ডার নিয়ে বিচরণ করে মানুষকে নরকের দরজার দিকে ঠেলে দেওয়ার জন্য। এরা মানবোচিত গৌরব হারিয়ে ফেলার  জন্য মানুষকে প্রলোভিত করতে থাকে বিভিন্ন পথ ধরে। তারা ভালভাবেই জানে ছাতার সাহায্যে বাইরের বর্ষার হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু অন্তরে যখন ধিক্কারের বর্ষণ শুরু হয় তখন তার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হয় না। পার্থিব জগতের সুখের কথা চিন্তা করে সবায় ছাতার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখতেই ভালবাসে, পরবর্তী জীবনের কথা চিন্তা করে কেউ সত্যমুখী হয়ে বিবেকশীল হবার দিকে এগিয়ে যায় না। সারা বিশ্বে মানব সমাজে কত শ্রেণির সংগঠনের দালাল মানুষকে সত্যপথ থেকে ভ্রষ্ট করার জন্য কাজ করছে তা একটু জ্ঞানচক্ষু দিয়ে দেখলেই মানুষ দেখতে পাবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment