Tuesday, 26 June 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩২৪ তাং ২৬/ ০৬/ ২০১৮


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩২৪) তারিখঃ—২৬/ ০৬/ ২০১৮  আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদযজ্ঞ করে জানো-- ধর্ম—অর্থ—কাম—মোক্ষ কি ও তাদের কিভাবে লাভ করে জীবন ধন্য করা যায়?]
 কর্ম ছাড়া কেউ মুহূর্ত মাত্র থাকতে পারে না। কর্মের সূত্র মেনে কর্ম করলেই ধর্মকে মান্যতা দিয়ে ধার্মিক হওয়া যায়। তাই জীবের কর্মটাই হচ্ছে ধর্ম। এই ধর্ম বাস্তব ছাড়া নয়, আর বাস্তবের কথা বলতে গেলেই সেগুলি রাজনীতি বা সমাজনীতির কথা বলে মনে হবে। এখানে যা হোক রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদি নীতিগুলি ধর্মনীতির বিরোধী নয়, একটি অপরটির পরিপূরক। এই ধর্মের মাধ্যমে নিজের স্বরূপ উদ্ঘাটন করাটাই অর্থ। নিজের স্বরূপ যেদিন সে জানতে পারবে সেদিন সে বুঝতে পারবে জীবনের অর্থ কি ও এর মূল্য কোথায়? সেদিন সে দেখতে এক পরমপিতা বা ঈশ্বর ছাড়া আর দ্বিতীয় কিছু নেই। তখন সে পরমপিতাকে জানার কামনায় লিপ্ত হয়ে তাঁর প্রেমে হাবু-ডুবু খেতে খেতে তাঁকে পাবার জন্য এগিয়ে যাবে। এই পরমপিতাকে পাবার কামনাটাই হচ্ছে কাম। আর এই কামনার বশবর্তী হয়ে তাঁর বিশ্বরূপ দর্শন করলেই অর্থাৎ বিশ্ববোধ অন্তরে জাগলেই মোক্ষলাভ। এই মোক্ষলাভ স্তরে মানুষ এলেই সে আত্মা নির্ভর হয়ে আত্মার বশবর্তী হয়ে কর্ম করে। আত্মাকে এই বহির্জগতের কর্ম- ধর্ম অর্থাৎ কাম- ক্রোধ- লোভ- মোহ- মদ ও মাৎসর্য স্পর্শ করতে পারে না। এই পৃথিবীটা হচ্ছে গাভী, আর তার যত সম্পদ তা তাঁর বাছুর। আমরা যত তাঁর সম্পদ বা বাছুরের পূজা করবো ততই আত্মাকে আবদ্ধ করে সত্যবিমুখ হতে থাকবো সম্পদের মোহে পড়ে। তখন ধর্ম- অর্থ- কাম ও মোক্ষের রহস্য বুঝতে সক্ষম হবো না। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয় ।

No comments:

Post a Comment