বিশ্বমানব
শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩১৭) তারিখঃ—১৯/ ০৬/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদের স্বরূপ- মাহাত্ম্যাদি তত্ত্ব সম্পর্কে অজ্ঞ
হয়েও যদি কেউ একান্তভাবে ভালোবেসে বেদ ভগবানের নামে বেদ যজ্ঞ করে তবেই সে তাঁর
প্রিয় ও পরমাত্মীয় হয়ে যায়।]
কেউ
যদি না জেনেও অমৃত পান করে, তাহলেও শুধু অমৃতের বস্তুশক্তিতেই সেই ব্যক্তি অমরত্ব
লাভ করে। সেই রূপ বেদরস বা সোমরস পান করার জন্য বিশাল বেদগ্রন্থ পাঠ করার দরকার হয়
না, কেবল তা পান করার জন্য বেদ ভগবানের আত্মীয়রূপে নিজেকে ভেবে, সদায় তাঁর প্রেমে
মশগুল থাকলেই হবে। তিনি স্বয়ং নিজ কৃপাশক্তিতে তাঁর আত্মীয় –প্রেমিক- বন্ধুদের পরম
কল্যাণ বিধান করেন। তাঁর প্রিয় আত্মীয় – বন্ধু- প্রেমিক- প্রেমিকা হবার জন্য উচ্চ
ব্রাহ্মণকুলে জন্ম, উপনয়নাদি সংস্কার, যাগ- যজ্ঞাদি শৌতকর্মে দীক্ষা ইত্যাদির কোনো
প্রয়োজনই নেই। ভগবৎ কথায় যার রুচি জন্মায়নি, তার বহু মহাকল্প যাবৎ বারবার ব্রহ্মা
বা সৃষ্টিকর্তা হয়ে জন্মলাভ করেই বা কি লাভ হবে? যাদের অন্তরে ভগবৎ প্রেমের রস জাত
হয় না, তারা ভগবানের সাথে রাসলীলা করবে কিভাবে? এই ব্রজধামে এসে যদি ব্রজধামের
অধীশ্বরের সাথে অসাধারণ প্রেমপূর্ণ ভক্তিভাব নিয়ে তাঁর নির্দেশিত পথে শুভ আচরণ,
দানাদি পুণ্যকর্মের অনুষ্ঠান ও বেদ যজ্ঞের ন্যায় যজ্ঞ না করি তবে তো আমাদের মানব
জীবন বৃথা হয়ে যাবে এবং আমরা নিজ দোষেই নিজের পরমাত্মীয় থেকে দূরে সরে যাবো। জয়
ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment