Friday, 22 June 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩২০ তাং ২২/ ০৬/ ২০১৮



 বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩২০) তারিখঃ—২২/ ০৬/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [বেদ যজ্ঞ করলে আত্মজ্ঞান ও জ্যোতি উঠে আসে সপ্তসিন্ধু থেকে সত্য- প্রেম- বিশ্বাস ও জ্ঞানের লাঠি  নিয়ে পুরোহিতের হাতে, যজ্ঞে ঘৃতাহুতি করার জন্যে]
   সপ্তসিন্ধু রত্ন ও অমৃতের খনি। সে সব রত্নের খনি থেকেই আলো উঠে আসে। সেই আলোয় মানুষের অন্তরে জ্ঞান হয়ে বসে। সেই জ্ঞান দিব্য চক্ষু খুলে দেয়, মানুষকে অদৃশ্যজগতের দৃশ্য দেখার জন্যে। তখনি শাস্ত্র গ্রন্থ অবতীর্ণ হতে থাকে মানুষের অন্তরে এক অলৌকিক শক্তিবলে। এই শক্তিকেই ঐশ্বরিক শক্তি বলে।
   তুমি জ্যোতি হয়ে আমার নিকট থেকে আজ যা পেলে তা সকলকে বিতরণ করতে থাকো পুরোহিতের আসনে বসে এ সম্পদ আমি তোমাকে দিয়ে চলেছি সকলকে বিতরণ করার জন্যে।  আমার সম্পদ যারা পায় তারা জানবে মহান। তাদেরকে দিয়ে যাও তুমি সদায় যোগ্য সম্মান।
 তোমার কাছে আর রাত –দিন আসতে পারবে না কারণ তুমি সদায় তো আমার আলোর ভিতরে রয়েছো।  যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকার কখনো আসে নাতোমার মন-প্রান আমার সাথে যুক্ত রয়েছে তাই তুমি আর কখনো অজ্ঞদের দলভুক্ত হয়ে থাকতে পারবে না। তারাও তোমার দলভুক্ত হবে না নিজেদের অস্তিত্ব রক্ষার ভয়ে।
  আর তোমাকে পবিত্র- অপবিত্র ভাব স্পর্শ করতে পারবে নাতোমাকে স্পর্শ করলেই তো সবায় পবিত্র হয়ে যাবে।  কত ভ্রমরা বসেছে তোমার জ্ঞান বৃক্ষে তাকাও তাদের দিকেতাদের জন্যেই তো তুমি ভাণ্ডে মধু জমা করে চলেছো।
  তারাও মুক্ত হয়ে যাবে তোমার বেদবৃক্ষের মধু খেয়ে। চিন্তা নেই, যারা এখনো আসে নি, তারাও আসবে আমার ডাক পেয়ে। তুমি  কেবল তাদের বলে যাও এই বেদবৃক্ষের মধু খেতে। ফুল, ফল- পাতায় বসে আসুক সবায় তা প্রাণভরে খেতে, তাহলেই দেখবে বেদযজ্ঞ সফল হবে এই পৃথিবীর বুকে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment