Friday, 16 June 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ১৬/ ০৬/ ২০১৭

বেদযজ্ঞ সম্মেলনঃ—১৬/ ০৬/ ২০১৭ স্থানঃ—পাটিয়া* ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করতে থাকবে তবেই চিন্তামুক্ত হয়ে আনন্দসাগরে বিরাজ করবে।]
 বেদযজ্ঞ করে সর্ব্ববিধ কামনা ও সংকল্পশূন্য হবে। মন স্বভাবতঃ চঞ্চল। অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হতে তাকে প্রতিনিবৃত্ত করতে হবে বেদযজ্ঞের দ্বারা। এই প্রক্রিয়ার নাম প্রত্যাহার। কোন কিছুই চিন্তা করবে নান কিঞ্চদপি চিন্তয়েৎ” (৬/২৫)। চিন্তাটাই মনের ধর্ম্ম। যতক্ষণ চিন্তা আছে ততক্ষণ মন আছে। চিন্তাশূন্য হলে মন লয় হলো। চিত্তকে চিন্তাহীন, একেবারে ফাঁকা পেলেই সেথায় ইষ্টের প্রকাশ ঘটবে। এই ধ্যানরূপ কর্ম্ম বা ক্রিয়াযোগের ফলে উপস্থিত হবে একটি কর্ম্মহীন প্রশান্ত অবস্থা। গভীর সুখানুভূতি। ঐ সুখটি “ ব্রহ্মসংস্পর্শজ”। এই অবস্থাটির মধ্যে কিছু অবগতি নাই, জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান একীভূত। আছে একটা নিবিড় আনন্দানুভূতি। এটিই প্রিয়তমের স্পর্শসুখ। প্রিয়ের এই স্পর্শসুখে যুক্তযোগী তখন সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে ও সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করে থাকেন। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।


No comments:

Post a Comment