বেদযজ্ঞ সম্মেলনঃ—২৮/
০৬/ ২০১৭ স্থানঃ—পাটিয়া* ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে পবিত্র
জ্ঞান লাভ করে পবিত্র জীবন –যাপন করবে, সহজ – সরল বিশ্বাস নিয়ে।]
জগতে—বিশ্বচরাচরে যা কিছু ব্যক্ত, সকলেই আত্মার
আলোকে ব্যক্ত, এই সত্য জেনে বেদযজ্ঞ করে যাও। আর আত্মা পরমাত্মার সত্তায় সত্তাবান,
এই জ্ঞানকে অন্তরে দৃঢ় করতে থাকো। যেমন চন্দ্রের আলোকে রজনী উদ্ভাসিত, তেমন আত্মার
আলোতে জগৎ প্রকাশিত। ঐ চন্দ্রের আলো যেমন মূলতঃ সূর্যেরই বিম্বিত রশ্মি, আত্মার
জ্যোতিও সেইরূপ বাসুদেব বেদভগবানের দেওয়া সম্পদ। এই অনুভূতিই হলো বেদের জ্ঞান—এই
জ্ঞানের থেকে পবিত্র বস্তু আর দ্বিতীয় নাই। এই বেদজ্ঞানপ্রাপ্তির উপায় বা সাধন
নিয়ে বেদভগবান ছয়টি দিকের কথা বলেছেন। তারমধ্যে তিনটি বহিরঙ্গ ও তিনটি অন্তরঙ্গ।
প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবা এই তিনটি বহিরঙ্গ সাধন। শ্রদ্ধা, তৎপরতা ও
ইন্দ্রিয়সংযম এই তিনটি অন্তরঙ্গ সাধন। জয় বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment