Monday, 12 June 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ১২/ ০৬/ ২০১৭

বেদযজ্ঞ সম্মেলনঃ—১২/ ০৬/ ২০১৭ স্থানঃ—পাটিয়া* ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদযজ্ঞ করা আর গীতা পাঠ করা বা শ্রবণ করার ফল একই, তাই গীতা পাঠ, গীতা শ্রবণ ও গীতার প্রচারই আমাদের জীবনে বেদযজ্ঞ স্বরূপ।]
গীতা স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ। এই গ্রন্থ পাঠ এক জ্ঞানযজ্ঞ বা বেদযজ্ঞ। এই যজ্ঞদ্বারা আমার সর্বশ্রেষ্ঠ অর্চনা হয়( জ্ঞানযজ্ঞেন তেনাহমিষ্টঃ, ১৮/১৭)। যার হৃদয়ে শ্রদ্ধা আছে, অন্তরে বিন্দুমাত্র দোষদৃষ্টি বা অসূয়া নেই, সেই ব্যক্তিই গীতা পাঠ করবে ও শুনবে। যে শুনবে গীতা, সে-ই মুক্তি লাভ করে কোন শুভলোকে যাত্রা করবে। যে সকল শুভলোক মহাপুরুষেরা গমন করে থাকেন, সেইখানে তাঁদের সাথে একত্র স্থিতি হবে। অর্জুন, আমার এই রহস্য শাস্ত্র গীতার অমৃত যিনি পরিবেশন করেন এই জগতে, তিনি আমার সর্বাধিক প্রিয়জন (ন চ মে তস্মাৎ অন্যঃ প্রিয়তরঃ, ১৮/৬৯) । তা অপেক্ষা অধিক প্রিয় আর কেউ হবে না। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়। [ ডঃ শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের লেখা গীতা- ধ্যান গ্রন্থ থেকে সংগৃহীত।]

No comments:

Post a Comment