Sunday, 11 June 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ১১/ ০৬/ ২০১৭


বেদযজ্ঞ সম্মেলনঃ—১১/ ০৬/ ২০১৭ স্থানঃ—পাটিয়া* ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞের আসরে সদায় মহাত্মা বিদুরের ন্যায় সত্য ভাষণ দিবে, কে তাতে তৃপ্তি পেলো বা না পেলো দেখতে যাবে না।]
এই পৃথিবী সকলের কর্মভূমি ও জ্ঞানপীঠ। তাই এখানে এসে মানুষকে সত্য, হিতপুর্ণ, ধর্মযুক্ত ও নির্ভীক ভাষণ অধ্যয়ণ ও মনন করতে হয়। কয়েকদিন ধরে বেদযজ্ঞের আসরে মহাত্মাদের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা চলছে। কারণ মহাত্মাদের জীবনই অন্যের মঙ্গলের জন্য হয়। বিদুরের মন্ত্রণা সদায় অত্যন্ত সত্য, সকলের হিতপুর্ণ, ধর্মযুক্ত ও নির্ভীক পথে চলতো। তাতে রাজা ধৃতরাষ্ট্র অনেক সময় অসন্তুষ্ট হতেন। মরণাপন্ন রোগীর যেমন ঔষধ ভালো লাগে না, তেমনিই ধৃতরাষ্ট্রেরও বিদুরের পরামর্শ অনেক সময় ভালো লাগতো না, তাই তিনি তাঁকে তাঁর রাজসভা থেকে তাড়িয়েও দিতেন। তবুও তিনি কখনও কারও প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতেন না এবং অসত্য ভাষণ দিতেন না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও তাঁর কুটিরে বড় বড় রাজপ্রাসাদ ছেড়ে আতিথ্য গ্রহণ করেন। জয় বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment