বেদযজ্ঞ সম্মেলনঃ—২০/ ০৬/ ২০১৭ স্থানঃ—পাটিয়া*
ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[বেদযজ্ঞ করেই অমৃতত্বকে লাভ করা যায়। এই সংসারেই যখন
হৃদয়ের কামনাগ্রন্থিসকল নাশপ্রাপ্ত হয় তখনই মরণশীল মানুষ অমরত্ব লাভ করে। ইহাই হল
নিখিল বেদান্তশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়।]
আমাদেরকে বেদযজ্ঞ করতে হবে আত্মার উপর ভর
করে। আমাদের সকলের আত্মা এক ও অবিনশ্বর। আত্মা ভিন্ন সবই (অনাত্মা) বিনশ্বর। আমরা
যে দেহ ধারণ করে আছি, এই দেহের পুনঃ পুনঃ দেহান্তর ঘটে। পুনঃ পুনঃ দেহান্তরকে রোধ
করার জন্যই অমৃতত্ব একটি বস্তু আছে, তা বেদযজ্ঞ করে লাভ করা যায়। এই চারটি
স্তম্ভের উপর আর্য্যশাস্ত্রের সনাতন সৌধ সুপ্রতিষ্ঠিত। অমৃতত্ব আত্মার স্বভাবগত
ধর্ম। সেইটি আচ্ছন্ন থাকে। অনাত্ম- বস্তুতে আসক্তিহেতু সুখ- দুঃখাদি দ্বন্দ্বজনিত
অজ্ঞানতা দ্বারাই ঐ আচ্ছাদনের কার্য্যটি হয়। এইটিই মৃত্যু। এই অজ্ঞানতা বা মৃত্যু কেটে
গেলেই আত্মা স্বভাবসিদ্ধ বিমলালোকে উদ্ভাসিত হয়ে উঠে। তখনই সে “ব্রহ্মভূয়ায়
কল্পতে” অর্থাৎ ব্রাহ্মী স্থিতিতে অবস্থান করে। জয় বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment