Saturday, 3 June 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ০৩/ ০৬/ ২০১৭


বেদযজ্ঞ সম্মেলনঃ—০৩/ ০৬/ ২০১৭ স্থানঃ—জগন্নাথধাম* পুরী* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[বেদযজ্ঞ করবে অর্জুনের ন্যায় চরিত্র গঠন করে মহৎ কার্য সম্পূর্ণ করার জন্য।]
বিরাট নগরে অজ্ঞাতবাসের সময় পূর্ণ হওয়ার পর পাণ্ডবেরা যখন রাজা বিরাটের কাছে তাঁদের পরিচয় জ্ঞাপন করেন, তখন রাজা বিরাট কৃতজ্ঞতা – বশতঃ তাঁর কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহ দিতে চান। কিন্তু অর্জুন তাঁর এই প্রস্তাব স্বীকার করলেন না। তিনি বললেন—‘রাজন! আমি বহুদিন ধরে আপনার রাজ- অন্তঃপুরে বাস করেছি, সেখানে আপনার কন্যাকে আমি আমার কন্যা- রূপেই দেখেছি। সেও আমাকে পিতার মতো বিশ্বাস করেছে। আমি তার সামনে নৃত্য করেছি, আমি সঙ্গীতজ্ঞও । সে আমার প্রতি প্রেমভাব পোষণ করলেও আমাকে সর্বদা গুরুর মতো শ্রদ্ধা করেছে। সে সাবালিকা হয়েছে, তার সঙ্গে আমাকে এক বছর থাকতে হয়েছে। তাই যাতে আপনার বা অন্য কারোর মনে আমাদের দুজনের প্রতি কোনো সন্দেহ না থাকে, তাই আমি তাকে আমার পুত্রবধূ রূপে বরণ করছি। তাহলে আমাদের দুজনের চরিত্র শুদ্ধ বলে প্রমাণিত হবে’।  অর্জুনের এই পবিত্র ভাবের সকলেই প্রশংসা করেন এবং উত্তরা ও অভিমন্যুর বিবাহ সুসম্পন্ন হয়। অর্জুনের ন্যায় মহা- ইন্দ্রিয়জয়ী পুরুষই এরূপ যুবতী কন্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে এক বছর ধরে থেকেও নিজেকে শুদ্ধ রাখতে পারেন। সাবালক ছাত্র- ছাত্রী শিক্ষকদের এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। জয় বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment