বেদ যজ্ঞ
সম্মেলনঃ—০৮/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদ যজ্ঞ করলেই
মানুষের অন্তর্জগতের তেজ, শ্রী, কীর্তি,
ঐশ্বর্য, লজ্জা, ত্যাগ, সৌন্দর্য, সৌভাগ্য, পরাক্রম, তিতিক্ষা এবং বিজ্ঞানের দুয়ার
খুলে যায়।]
বেদ যজ্ঞ করে যে সাধক
বুদ্ধিদ্বারা বানী ও মনকে সম্পূর্ণরূপে বশীভুত করে অন্তর্জগতকে বেদ ভগবানের
অন্তর্জগতের সাথে যুক্ত রাখতে সমর্থ হয়, সেই তাঁর দেওয়া তেজ, শ্রী, কীর্তি,
ঐশ্বর্য, সৌভাগ্য, পরাক্রম, তিতিক্ষা এবং বিজ্ঞান এর মাহাত্ম উপলব্ধি করতে সক্ষম
হয়। যারা বেদ ভগবানের দেওয়া মন- বুদ্ধি- অহংকারকে শুদ্ধ করে বশীভূত করে না, তাদের
ব্রত, তপ এবং দানও সেই রকম ক্ষীণ হয়ে পড়ে যেমন মাটির কাঁচা কলসিতে জল ধরে রাখার
বৃথা প্রচেষ্টা। তাই বেদ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ হয়েই এই
জগত সংসারে ভক্তিযুক্ত হয়ে অবস্থান করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র এই পৃথিবীতে
এবং ভগবান ব্রহ্মার সভাতেও যেখানে সম্পূর্ণ বেদ মূর্তিমান হয়ে বিরাজমান, তিনি ছাড়া
আর কেউ নেই যে তাঁর সনাতন ধর্মের বা বেদধর্মের প্রবচন, প্রবর্তন অথবা সংরক্ষণ করতে
সক্ষম। প্রাণীগণের কল্যাণ হেতু ভগবান শ্রীকৃষ্ণ নিজ ভক্তদের মাধ্যমে সনাতন ধর্মের
উপদেশ দান করে চলেছেন বিভিন্ন পথ অবলম্বন করে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment