Friday, 14 April 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৪/ ০৪/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৪/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞময় বরাহ মূর্তি নারায়ণের স্তুতি পৃথিবী যেভাবে করেছিলেন সেইভাবেই স্তুতি দ্বারা বেদ যজ্ঞ করে নিজের আত্মাকে নারায়ণের সাথে যুক্ত করো।]
বেদযজ্ঞময় ভগবান নারায়ণ বরাহ মূর্তি ধারণ করে পৃথিবীকে জলের ভিতর থেকে উদ্ধার করলেন। তারপর ভগবানকে পাতাললোকে প্রবিষ্ট হতে দেখে দেবী বসুন্ধরা অত্যন্ত ভক্তি বিনম্র হয়ে তাঁর স্তুতি করতে থাকেন। পৃথিবী মা যেভাবে বেদযজ্ঞময় ----------ভগবানের স্তব- স্তুতি করেছিলেন আমিও তাঁর সাথে পৃথিবীস্বরূপ দেহে অবস্থান করে তাঁর স্বব- স্তুতি করে বেদযজ্ঞ শুরু করেছিলাম। মা বললেন—হে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী কমলনয়ন ভগবান; আপনাকে প্রণাম। আপনি আজ এই পাতাল থেকে আমাকে উদ্ধার করুন। পূর্বে আমি আপনার থেকেই উৎপন্ন হয়েছিলাম। হে জনার্দন; আগেও আপনিই আমাকে উদ্ধার করেছিলেন এবং হে প্রভো; আপনিই আমার এবং আকাশ ইত্যাদি অন্য ভূতের উপাদান- কারণ। হে পরমাত্মস্বরূপ; আপনাকে নমস্কার; হে পুরুষাত্মন; আপনাকে নমস্কার। হে প্রধান (কারণ) এবং ব্যক্ত( কার্য) রূপ; আপনাকে নমস্কার। হে কালস্বরূপ; আপনাকে বারংবার নমস্কার।। হে প্রভো; জগতের সৃষ্টি আদির জন্য ব্রহ্মা, বিষ্ণু, রুদ্ররূপ ধারণকারী, আপনিই সম্পূর্ণ ভুতাদির উৎপত্তি, পালন ও নাশকারী।। জগতের একার্ণব(জলময়) হওয়ায়, হে গোবিন্দ; সকলকে ভক্ষণ করে শেষে আপনি মনীষী দ্বারা চিন্তন করতে করতে জলে শয়ন করেন। হে প্রভো; আপনার যে পরতত্ত্ব, তা কেউই জানেন না, তাই আপনার যে রূপ অবতারসমূহের মধ্যে প্রকটিত হয় দেবতাগণ তাঁরই পূজা করেন।। পরব্রহ্ম আপনার পূজা করেই মুমুক্ষুগণ মুক্ত হয়ে থাকেন। বাসুদেবের আরাধনা না করে কে মোক্ষলাভ করতে পারেন? মন থেকে যা কিছু গ্রহণ( সংকল্প) করা হয়, চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়দ্বারা যা কিছু গ্রহণ(বিষয়) করার যোগ্য, বুদ্ধি দ্বারা যা সব বিচারণীয়, তা সবই আপনারই রূপ। হে প্রভো; আমি আপনারই রূপ, আপনারই আশ্রিত এবং আপনারই দ্বারাই সৃষ্ট এবং আপনারই শরণাগত। তাই লোকে আমাকে “মাধবী” বলে। হে সম্পূর্ণ জ্ঞানময়; হে স্থুলময়; হে অব্যয়; হে ব্যক্তময় প্রভো; আপনার জয় হোক।। হে পরাপরস্বরূপ; হে বিশ্বাত্মনা; হে যজ্ঞপতে; হে অনঘ; আপনার জয় হোক। হে প্রভো; আপনিই যজ্ঞ, আপনিই বষটকার, আপনিই ওঁকার এবং আপনিই বেদ, বেদাঙ্গ ও বেদযজ্ঞ পুরুষ এবং সূর্য আদি গ্রহ, তারা, নক্ষত্র ও সম্পূর্ণ জগৎ ও আপনি।। হে পুরুষোত্তম; হে পরমেশ্বর; মূর্ত – অমূর্ত, দৃশ্য – অদৃশ্য এবং আমি যা বলেছি এবং বলিনি, সে সবই আপনি। সুতরাং আপনাকে নমস্কার, বারংবার নমস্কার। ওঁ নমো ভগবতে বাসুদেবায়—জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment