বেদ যজ্ঞ সম্মেলনঃ—২০/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করলেই অন্তরে পবিত্র জ্ঞানের উদয় হতে থাকবে
এবং অন্তর থেকে ভোগ – তৃষ্ণা নিবৃত্ত হতে থাকবে।]
বেদ যজ্ঞ না করলে মানুষের অন্তরে নিরন্তর
নিত্যনুতনভাবে ভোগের ইচ্ছা জাগতেই থাকবে এবং সেই কামনাগুলিকেই অত্যন্ত প্রিয় বলে
মনে হবে। ভোগের দ্বারা ভোগ- তৃষ্ণা কখনও নিবৃত্ত হয় না, উপরন্তু অগ্নিতে ঘৃতাহুতি
দেওয়ার মতো তা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তাই মানুষের সনাতন ধর্ম হলো নিজের জ্ঞান-
বুদ্ধি জাগ্রত করে তা বেদযজ্ঞে আহুতি দেওয়া। নিজের জ্ঞান- বুদ্ধি জাগ্রত করে সেই
জ্ঞান- বুদ্ধি যত বেদ যজ্ঞে আহুতি দিতে থাকবে তত তা নির্মল ও পবিত্রাকারে প্রকাশিত
হতে থাকবে। সমগ্র পৃথিবীতে যত ধন- দৌলত- অর্থ – সম্পত্তি- স্বর্ণ – পশু- নারী আছে
একজন মানুষের আকাঙ্ক্ষার কাছে এসব কিছুই সন্তোষজনক নয়, তাই ভোগের তৃষ্ণা
সর্বতোভাবে ত্যাগ করা কর্তব্য, জ্ঞানের দ্বারা তা প্রতিনিয়ত ছেদন করে। যখন কোনো
পুরুষ কোনো প্রাণীর জন্য কোনও প্রকারের পাপের চিন্তা অন্তরে পোষণ করেন না, তখন সেই
সমদর্শীর জন্য সর্বদিক অত্যন্ত সুখময় হয়ে ওঠে। দুর্মতি ব্যক্তিদের জন্য যা পরিহার
করা সর্বতোভাবে কঠিন, বৃদ্ধাবস্থাতেও যা শিথিল হয় না, বুদ্ধিমান পুরুষ বেদ যজ্ঞ
করে জ্ঞানের দ্বারা সেই তৃষ্ণা ত্যাগ করে সুখে পরিপূর্ণ হয়ে ওঠেন। অবস্থা জীর্ণ
হলে কেশ- দন্ত জীর্ণ হয়ে যায় কিন্তু তার জীবন ও ধনের আশা জীর্ণ হয়েও জীর্ণ হয় না।
বেদ যজ্ঞবিহীন বিষয়াসক্ত হয়ে এক সহস্র বৎসর পার হয়ে গেলেও নিত্যই এই কামনা – বাসনা
পিছু ছাড়ে না। অতএব হে মানব সন্তান; এখন সেসব ত্যাগ করে নিজের চিত্ত বেদ ভগবানে
ন্যস্ত করে কেবল বেদ যজ্ঞ করে বেদভুমিতে বিচরণ করো। জয় বেদ ভগবান শ্রীবিষ্ণুর জয়।
No comments:
Post a Comment