বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৬/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করবে বেদ ভগবান শ্রীকৃষ্ণের মানবতা ধর্মের
উপর ভিত্তি করে মানব- জাতিকে সম্মানের শিখরে বসাবার জন্য।]
সমগ্র জগতের প্রভু শ্রীকৃষ্ণ ও বলরাম এই
পৃথিবীতে অবতীর্ণ হয়ে নানাপ্রকার লৌকিক লীলায় ও পরস্পর খেলাধুলায় মগ্ন থাকতেন।
মানবতা- ধর্মে তৎপর থেকে মনুষ্যত্বর সম্মান করে এঁরা মনুষ্যজাতির গুণের ক্রীড়া করে
বনে বিচরণ করতেন। এই দুই মহাবলশালী বালক কখনও দোলনায় দুলে, কখনও মল্লযুদ্ধ করে,
কখনও পাথর ছুঁড়ে নানাপ্রকার ব্যায়াম করতেন। শৈশবকাল থেকেই এই দুই অবতার মানবরূপ ধারণ করা
ছদ্মবেশ ধারণকারী সুযোগসন্ধানী দৈত্য- দানবদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং
তাঁদেরকে ছলে- বলে- কৌশলে বিনাশ করে মানবিকতার জয়গান করে গেছেন। তাঁরা মানুষকে সত্যের
পথ দেখাতে এসে দেখিয়েছেন যে একজন সুযোগসন্ধানী মানবরূপী দৈত্যকে সমাজ থেকে বিনাশ
করলে হাজার হাজার মানুষের জন্য সুযোগ সৃষ্টি করা যায়। বর্তমানেও আমাদের মধ্যে
হাজার হাজার সুযোগসন্ধানী দৈত্য- দানব বাস করছেন এবং দানবশ্রেষ্ঠ প্রলম্বের ন্যায়
আমাদের সাথে মানবরূপ ধারণ করে খেলা করছেন। এঁরাই মানুষের জন্য সুযোগ সৃষ্টির পথ
রুদ্ধ করে রেখেছেন এবং যারা ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের ন্যায় এই পথ খুলে দেওয়ার
জন্য সংগ্রাম করছেন, তাঁদের বিরুদ্ধে এই সুযোগসন্ধানী দৈত্যরা বিষোদ্গার করছেন।
আমাদের বেদ যজ্ঞ না করার সুযোগ নিয়ে এবং আমাদের অসতর্কতার জন্য এই সুযোগসন্ধানী
দৈত্যদের এতো বাড়াবাড়ি ও আস্ফালন। আসুন আমরা সকলে জয় শ্রীকৃষ্ণ – জয় শ্রীরাম জয়
ধ্বনি দিয়ে এই সুযোগসন্ধানী দৈত্য- দানবদের এই ভারতবর্ষ থেকে বিতারিত করি এবং পুনঃ
এই ভারতের মাটিতে মানব- ধর্ম তথা সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করি। জয় শ্রীরাম।
No comments:
Post a Comment