Monday, 24 April 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২৪/ ০৪/ ২০১৭


বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৪/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদ ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরঙ্গ বন্ধু করে বেদ যজ্ঞ করতে করতে এগিয়ে চলো গোলক ধামের লক্ষ্যে।]
 ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক শক্তি শৈশবকাল থেকেই দেখতে থাকেন গোপগণ। গোবর্ধন পর্বত একহাতে তুলে ধরে রেখে শৈশবকালে তিনি অলৌকিক লীলা দেখান ব্রজবাসীদের। এই লীলা দেখে গোপগণ তাঁকে ভগবান রূপে পূজা করতে শুরু করলে তিনি তাঁদেরকে বলেন—“ যদি বোহস্তি ময়ি প্রীতিঃ শ্লাঘ্যোহহং ভবতাং যদি। তদাত্মবন্ধুসদৃদৃশী বুদ্ধির্বঃ ক্রিয়তাং ময়ি।। নাহং দেবো ন গন্ধর্বো ন যক্ষো ন চ দানবঃ। অহং বো বান্ধবো জাতো নৈতচ্চিন্ত্যমিতোহন্যথা”।। অর্থাৎ আমার প্রতি যদি আপনাদের প্রীতি থাকে আর যদি আপনাদের প্রশংসার পাত্র হই, তাহলে আপনারা আমার প্রতি বান্ধব- বুদ্ধি করবেন।। আমি দেব নই, গন্ধর্ব নই, যক্ষ বা দানবও নই, আমি আপনাদের বন্ধুরূপেই জন্মেছি। অতএব আপনারা এই বিষয় নিয়ে আর চিন্তা করবেন না।। ভগবান শ্রীকৃষ্ণের এই মধুরবাণী শুনে গোপ- গোপিনীরা তাঁকে নিজের বন্ধু- সখা- আত্মীয়রূপে গ্রহণ করে তাঁর সাথে এক হয়ে গেলেন। আর তাঁরা কোনরূপ মায়ামোহদ্বারা আচ্ছন্ন ধর্মের আশ্রয়ে থাকলেন না। তাই তাঁদেরকে পার্থিব জগতের চাকচিক্যতার মোহ আচ্ছন্ন করতে পারতো না। যা দেবতাদের পক্ষেও অতি দুর্লভ সেই দিব্য কর্ম – ধর্ম – ঐশ্বর্যের আশ্রয়ে থেকে গোপ- গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে নিত্যলীলায় রত থাকতেন তাঁর অন্তরঙ্গ সখা হয়ে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment