বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৩/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বরাহরূপী ভগবান শ্রীবিষ্ণু নিজের বেদযজ্ঞস্বরূপ দেহ
নিয়ে জল থেকে পৃথিবীকে উদ্ধার করে, জলের উপরেই তাঁকে ধরে আছেন, তাই এই পৃথিবীর
সবকিছুই বেদযজ্ঞময়।]
বেদযজ্ঞময় বরাহরূপী ভগবান শ্রীবিষ্ণু বেদযজ্ঞের
প্রভাবে এই পৃথিবীকে নিজের আশ্রয়ে ধরে রেখেছেন। তাই হে মুনিশ্রেষ্ঠ মানবগণ,
প্রতিদিন বেদ যজ্ঞের অনুষ্ঠান করা মানুষের পক্ষে পরম উপকারী এবং তাদের পাপের
বিনাশক। যাদের চিত্তে কালের গতিতে পাপের বীজ বৃদ্ধি পায়, সেইসব মানুষের চিত্ত বেদ
যজ্ঞে প্রবৃত্ত হয় না। সেই যজ্ঞ- বিরোধী মানুষেরা বৈদিক মত, বেদ এবং যজ্ঞ কর্ম –
সবকিছুরই নিন্দা করে। তারা দুরাত্মা, দুরাচারী, কুটিলমতি, বেদ- নিন্দুক এবং
প্রবৃত্তিমার্গ উচ্ছেদকারী হয়। অষ্টআশি হাজার ঊর্ধ্বরেতা মুনি আছেন; তাঁরাই
বেদযজ্ঞের মাধ্যমে মানবকুলকে আত্মানুভবদ্বারা তৃপ্ত করে শ্রীবিষ্ণুর অমরপদে নিয়ে
যাবার জন্য বেদ যজ্ঞ করে চলেছেন ভগবানের আশ্রয়ে থেকে। ওঁ নমো ভগবতে বাসুদেবায়—এই
দ্বাদশাক্ষর মন্ত্র চিন্তাধারী ব্যক্তিগণ সকলেই সনাতন ধর্মের অষ্টআশি হাজার
ঊর্ধ্বরেতা মুনির সাথে যুক্ত হয়ে বেদযজ্ঞ করে চলেছেন ভগবান বিষ্ণুর চরণাশ্রিত হয়ে।
।। ওঁ নমো ভগবতে বাসুদেবায়।।
No comments:
Post a Comment