বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৩/ ০৪/
২০১৭
স্থানঃ—ঘোরশালা* মুর্শিদাবাদ*
পঃ
বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [
বেদ যজ্ঞ নগরী বা বিদেহনগরী অর্থাৎ জীবন্মুক্ত নগরীরূপে খ্যাত এই মানবদেহকে
অবহেলায় বিনষ্ট হতে দেওয়া উচিত নয়।]
বেদ যজ্ঞ নগরীতে বসে কেউ যদি বেদ যজ্ঞ না করে তবে সে কিভাবে হৃদয়ের এত
কাছের যথার্থ স্বামীকে দেখতে পাবে ? বেদ যজ্ঞ নগরীর স্বামী- প্রভু- ভগবান, তিনিই
বাস্তবিক প্রেম, সুখ এবং পরমার্থের প্রকৃত সম্পদদাতা। জগতের পুরুষ বা নারী দেহের
রূপের মোহ- প্রেম অনিত্য কিন্তু তিনি নিত্য। তাঁকে ভুলে গিয়ে যে সকল নারী- পুরুষ
সুখের কামনা করে একে- অপরের সেবায় যুক্ত থাকে, তারা কেউ কারো কোনো কামনায় পূরণ
করতে সমর্থ হয় না। উলটে তারাই একে অপরের দুঃখ – ভয়, আধি- ব্যাধি, শোক ও মোহের কারণ
হয়ে দাঁড়ায়। এটাই মানুষের চরম মুর্খামি যে তারা মোহে ডুবে থেকে সত্যকে জানতে সক্ষম
হয় না। আক্ষেপের কথা যে আমরা অতি নিন্দনীয় দেহবৃত্তির আশ্রয় নিয়ে অনর্থক শরীর ও
মনকে কষ্ট দিই এবং একে অপরের কাছে এই মহামূল্যবান শরীরকে বিক্রি করে সুখ কেনার
চেষ্টা করি। এই কর্ম করতে গিয়ে আমরা নিজেদের অজানতেই লম্পট, লোভী এবং নিন্দনীয়
ব্যক্তিদের কাছে নিজেদের মহৎ চারিত্রিক রূপকে বিক্রি করে ফেলি। ধিক্কারজনক আমাদের
এই আচরণ দেখেও আমাদের নগরের প্রভু আমাদেরকে তাঁর প্রেমের অঙ্গনে আহ্বান জানান এবং
চিত্তে বৈরাগ্য ভাবনা জাগাবার জন্য বার বার ঘাত- প্রতিঘাত দিতে থাকেন। জয় বেদ
ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment