Sunday, 16 April 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৬/ ০৪/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৬/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ বেদী নিজ হৃদয় মন্দিরে নির্মাণ করে শ্রীবিষ্ণুভগবানের নাম অহর্নিশ জপ- স্মরণ করলে সম্পূর্ণ পাপ ক্ষয় হওয়ায় মানুষ আর নরকে গমন করে না।]
প্রাতঃকালে, সন্ধ্যাকালে, রাত্রে অথবা মধ্যাহ্নে, যে কোনো সময়েই বেদ যজ্ঞের মাধ্যমে নিজের অন্তঃকরণকে পবিত্র রেখে শ্রীনারায়ণকে স্মরণ করলেই সমস্ত পাপরাশি তৎক্ষণাৎ ক্ষীণ হয়ে যায়। শ্রীবিষ্ণু ভগবানকে স্মরণ করায় সমস্ত পাপরাশি ভস্ম হয়ে গেলে পুরুষ মোক্ষপদ লাভ করে, স্বর্গলাভ তারজন্য বিঘ্নরূপ বলে মানা হয়। যার চিত্ত বেদযজ্ঞ, জপ, হোম ও অর্চনা করে নিরন্তরই বাসুদেবে ব্যাপৃত থাকে, তাঁর জন্য ইন্দ্রপদ ইত্যাদি বিঘ্নস্বরূপ। কোথায় পুনঃ জন্মচক্রে পতনকারক স্বর্গপ্রাপ্তি আর কোথায় মোক্ষের সর্বোত্তম উপায় ‘বাসুদেব’ নামের জপ। তাই হে প্রিয় মানব; শ্রীবিষ্ণুভগবানের নাম বেদ যজ্ঞের মাধ্যমে পবিত্র হয়ে অহর্নিশ জপ- স্মরণ করো তাহলেই জন্ম- জন্মান্তের সম্পূর্ণ পাপ ক্ষয় হয়ে যাবে। তোমার ঘরেই স্বর্গ নেমে আসবে, কল্পবৃক্ষের নীচে পঞ্চমুণ্ডির আসন নিয়ে, সেই আসনে বসে একবার ‘ ওঁ নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে অষ্টসিদ্ধি লাভ করবে। তখন দেখবে যেখানে চিত্তের প্রিয়তা সেখানেই স্বর্গ আর এর বিপরীত যেখানে অপ্রিয়তা তা হল নরক। পাপ ও পুণ্যের অপর নাম নরক ও স্বর্গ। তাই বেদযজ্ঞ করে সদায় শ্রীবিষ্ণুর স্মরণে থেকে স্বর্গ ও নরক, সুখ ও দুঃখ, বিদ্যা ও অবিদ্যাকে সমজ্ঞান করে চিত্তকে বাসুদেবে স্থিত করো এবং সর্ব বন্ধন থেকে মুক্ত থাকো। ওঁ নমো ভগবতে বাসুদেবায়।।

No comments:

Post a Comment