বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৮/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করার অধিকার ত্যাগ করে বর্ণাশ্রম ধর্ম বা
স্বধর্ম পালন করা থেকে বিরত হবে না।]
যে ব্যক্তি বেদ যজ্ঞ করে বর্ণাশ্রম ধর্ম
পালন করেন, তিনিই পরমপুরুষ শ্রীবিষ্ণুর আরাধনা করতে পারেন; তাঁকে সন্তুষ্ট করতে
সক্ষম হন। তাছাড়া তাঁকে সন্তুষ্ট করার আর কোনো পথ নেই। যজ্ঞের যজনকারী পুরুষ
বিষ্ণুর যজনা করেন, জপকারী তাঁরই নাম জপ করেন এবং অপরকে হিংসাকারী, তাঁকেই হিংসা
করেন, কারণ ভগবান শ্রীহরি সর্বভূতময়। অতএব সদাচারসম্পন্ন পুরুষ নিজ বর্ণের জন্য
বিহিত ধর্মাচরণ করে শ্রীজনার্দনেরই উপাসনা করে থাকেন। তাই হে মানব সন্তানগণ;
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র – সকলেই নিজ নিজ ধর্ম পালন করেই শ্রীবিষ্ণুর
আরাধনা করেন, অন্য প্রকারে নয়। যে পুরুষ অন্যের নিন্দা, মিথ্যাভাষণ করেন না এবং এমন কথাও বলেন না, যাতে অপরে দুঃখ পায়, ভগবান
কেশব অবশ্যই তাঁর উপর প্রসন্ন থাকেন। যে ব্যক্তি অন্যের স্ত্রী, অর্থ এবং হিংসাতে
রুচি করেন না, ভগবান কেশব সর্বদা তাঁর ওপর সন্তুষ্ট থাকেন। যে পুরুষ কোনো প্রাণি,
বৃক্ষ, লতা অথবা অন্য কোনো দেহধারীদের পীড়িত বা বিনাশ করেন না, শ্রীকেশব তাঁর প্রতি
সন্তুষ্ট থাকেন। যে ব্যক্তি দেবতা, ব্রাহ্মণ ও গুরুজনদের সেবায় সর্বদা তৎপর থাকেন,
হে নরেশ্বর; শ্রীগোবিন্দ সদা তাঁর ওপর প্রসন্ন থাকেন। যে ব্যক্তি নিজের পুত্রের
মতো সমস্ত প্রাণীর হিত- চিন্তায় রত থাকেন, তিনি সহজেই শ্রীহরিকে প্রসন্ন করে
থাকেন। হে নৃপ; যার চিত্ত রাগাদি( আসক্তি ) দোষে দূষিত নয়, সেই বিশুদ্ধচিত্ত
পুরুষের প্রতি ভগবান শ্রীবিষ্ণু সর্বদা সন্তুষ্ট থাকেন। হে নৃপশ্রেষ্ঠ;
শাস্ত্রাদিতে যেসব বর্ণাশ্রম –ধর্ম কথিত আছে, সেইসব আচরণ করে মানুষ বিষ্ণুর আরাধনা
করতে সক্ষম; অন্য প্রকারে নয়। তাই নিজ নিজ
আশ্রমে থেকে নিজ নিজ বর্ণ অনুসারে বেদ যজ্ঞ করে সকলের স্বধর্ম পালন করা উচিত। জয়
বেদ ভগবান শ্রীবিষ্ণুর জয়।
No comments:
Post a Comment