বেদ যজ্ঞ সম্মেলনঃ—০১/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা বেদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে
পরামর্শ করতে শিখো, এই জগতে পরামর্শের মাধ্যমেই তো বহু কার্য সহজভাবে সম্পন্ন হয়ে
থাকে।]
বেদ ভগবান শ্রীকৃষ্ণের শক্তি সাগরসম অনন্ত।
তাঁর শক্তি সকল বাক্য ও মনের অগোচর। তিনি ত্রিগুণাত্মিকা প্রকৃতির অতীত পরমাত্মা
স্বয়ং। তিনিই সবার হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন ও জীবের সাথে সংকট মোচনলীলা
খেলা খেলেন। তাঁর সাথে পরামর্শ করে জীব এই সংসার বন্ধন ও শত্রুভয় থেকে মুক্ত থাকতে
পারেন। শান্ত, সমচিত্ত, অকিঞ্চন ও সকলকে অভয়- প্রদানকারী সাধু- মুনিদের তিনিই
একমাত্র গতি ও পরামর্শদাতা। ভগবান বিষ্ণুর সাথে থেকেই মানুষের সাক্ষাৎ ধর্ম,
জ্ঞান, বৈরাগ্য, অষ্ট ঐশ্বর্য এবং চিত্তশুদ্ধি প্রদায়ক যশ লাভ হয়ে থাকে। সত্ত্বগুণ
বেদ ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়, সত্ত্ব তাঁর প্রিয় মূর্তি আর ব্রাহ্মণ হলেন তাঁর
ইষ্টদেবতা। নিষ্কাম, শান্ত ও নিপুণবুদ্ধি সাধুগণ তাঁর সাথে পরামর্শ না করে কোন কথা
বলেন না এবং সদায় তাঁর ভজনা করেন। রাক্ষস, অসুর এবং দেবতা এই তিন মূর্তিই
শ্রীভগবানের গুণময়ী মায়া দ্বারা সৃষ্ট। তার মধ্যে সত্ত্বময়ী দেবতা মূর্তিই তাঁকে
লাভ করবার প্রকৃষ্ট উপায়। সমস্ত পুরুষার্থ স্বয়ং তিনিই। মানবকুলের সংশয় নিবারণের
জন্যই তিনি সনাতন ধর্মী ঋষিগণের সাথে পরামর্শ করার দৃশ্যপট বিভিন্নভাবে তৈরি করে
রেখেছেন। সনাতন ধর্মের ঋষিদের কিছুই জানবার বাকী ছিল না। কেননা তাঁরা ভগবানের
চরণকমলের সেবা করে সকলেই পরমপদ লাভ করেছিলেন। মানবকুল যাতে তাঁদের ন্যায়
শ্রীভগবানের সাথে সরাসরি পরামর্শ করে তাঁর পরমপদ লাভ করতে পারেন, সেই পথ সনাতন
ধর্মের ঋষিরা শ্রীভগবানের সাথে পরামর্শ করেই সকলের জন্য শাস্ত্রে যত্নসহকারে ধরে
রেখেছেন। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment